আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ হঠাৎ করেই ইউক্রেন সফরে গেলেন। বৃহস্পতিবার তিনি কিয়েভে পৌঁছান। রাশিয়ার আগ্রাসনের প্রথম বর্ষপূর্তির আগে ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশে তিনি এই ঝটিকা সফর করছেন।
কিয়েভের কাছের দুটি শহর বুচা ও ইরপিন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া তিনি একটি যুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এর আগে গত সোমবার হঠাৎ ইউক্রেন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভে পৌঁছে তিনি ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।