আন্তর্জাতিক ডেস্ক: জাপানের হোক্কাইডোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাতে এ কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪৩ কিলোমিটার।
উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোতে কম্পন অনুভূত হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষনিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, বাসিন্দাদের প্রায় এক সপ্তাহ ধরে ভূমিকম্পের বিরুদ্ধে সতর্ক থাকতে বলা হয়েছিল।