প্রবাস ডেস্ক: ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া তাদের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার সিডনির ম্যাকোরি লিংকস গলফ ক্লাব কমিউনিটি হলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন পরিচালনা কমিটি অনুমোদন করা হয়। প্রাক্তন প্রেসিডেন্ট ডা. মাহবুবা খানম মুক্তা এই ঘোষণা পাঠ করেন।
সংগঠনের নতুন প্রেসিডেন্ট ডা. সুরঞ্জনা জেনিফার রহমান, জেনারেল সেক্রেটারি তাসরিনা নাহিদ তন্বী, ট্রেজারার নূর এ নাজিয়া বিপা।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়াতে বসবাসরত ভিকারুননিসা স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। নতুন সদস্য হতে আগ্রহীদের বিস্তারিত জানতে vaaustralia.vnsc@gmail.com এ যোাগাযোগ করতে বলা হয়।