বিনোদন ডেস্ক: এবার শতাধিক দেশে গ্রাহক-ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে অনলাইন সম্প্রচার জায়ান্ট নেটফ্লিক্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দেশে ৫০ শতাংশেরও বেশি ফি কমানো হবে।
সাবস্ক্রিপশন ফি কমানো দেশের তালিকায় আছে বাংলাদেশও।
যেসব দেশে নেটফ্লিক্সের দর্শক কম সেখানেই নিজেদের ব্যবসার প্রসার বাড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই গ্রাহক-ফি কমানোর কারণে বিশ্বের প্রায় এক কোটি গ্রাহক উপকৃত হবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এশিয়া, আমেরিকা, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই দাম কমানোর নীতি নেওয়া হয়েছে।
নেটফ্লিক্সের অবশ্য বিজ্ঞাপন দেওয়াসহ নানা পরিকল্পনাও করছে। অনেকটা ইউটিউবের মতোই ভিডিওর শুরু বা মাঝে বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। এর ফলে সাবস্ক্রিপশনের টাকা কিছুটা কমিয়ে সেখান থেকেই আয় করে নেবে তারা।
অ্যাম্পিয়ার অ্যানালাইসিসের তথ্যমতে নেটফ্লিক্সের দাম কমানোর এ তালিকায় থাকা কয়েকটি দেশ হলো আফগানিস্তান, ভুটান, মিশর, ইরাক, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, উগান্ডা, ইয়েমেন ইত্যাদি।