প্রবাস ডেস্ক: মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এসময় তিনি কর্মীদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্ন নেওয়া ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণের জন্য অনুরোধ করেন।
বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের ধীফুসি আইল্যান্ড পরিদর্শন করেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এসময় হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ এবং কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনার আইল্যান্ডটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল পরিদর্শন ও তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। আইল্যান্ডটির স্থানীয় একটি বিদ্যালয়ে প্রায় ১০০ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ, দেশে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি কাজ দ্রুত ও হয়রানিমুক্তভাবে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান হাইকমিশনার।
এছাড়া আইল্যান্ডটির কাউন্সিলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ হাইকমিশনার। তিনি বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কাউন্সিলরের সঙ্গে আলোচনা করেন।