Dhaka , Monday, 5 June 2023

প্রবাসী বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফাগুন উদযাপন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:14:55 am, Thursday, 2 March 2023
  • 24 বার

প্রবাস ডেস্ক: প্রবাসী বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশন (পিবিডব্লিউএ) সিডনির ওয়ালি পার্কে ফাগুন উদযাপনের আয়োজন করেছে। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে মেয়ে ও শিশুরা হলুদ এবং সবুজের সমাহারে সেজে এসেছিল। ফাগুনের এই আয়োজনে নারীরা মনের আনন্দে পিলো পাসিং এবং ট্যালেন্ট শোসহ বিভিন্ন খেলায় অংশ নেন।

নৃত্য পরিবেশনায় ছিলেন ফারিয়া আনজুম এবং পূরবী পারমিতা। সংগীতে ছিলেন আয়েশা কলি। আয়োজনে অংশগ্রহণকারীদের কেক কেটে আনন্দ ভাগাভাগির পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠা, মিষ্টি ও বিভিন্ন রকমের ভর্তাসহ অনেক মুখরোচক খাবারে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানটির মূল পরিচালনায় ছিলেন পিবিডব্লিউএ’র সেক্রেটারি পলি ফরহাদ এবং প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা। সহযোগিতায় ছিলেন শারমিন আখতার, আমেনা খাতুন, তাহমিনা পাঠান ,আয়েশা কলি ও মনোয়ারা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সোফি কটড্ডিস, তিশা তানিয়া, পূরবী পারমিতা, সুলতানা ময়না, মৌসুমী সাহা, ফারহানা ববি, আবিদা আসোয়াদ, শায়লা, মাহমুদা, দিলারা, ফাহমিদা, নীপা, টিনা, ফারিন, বিন্দু, মারুফা, রুমানা, লাকি, কেয়া ও ফায়িয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

প্রবাসী বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফাগুন উদযাপন

আপডেট টাইম : 08:14:55 am, Thursday, 2 March 2023

প্রবাস ডেস্ক: প্রবাসী বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশন (পিবিডব্লিউএ) সিডনির ওয়ালি পার্কে ফাগুন উদযাপনের আয়োজন করেছে। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে মেয়ে ও শিশুরা হলুদ এবং সবুজের সমাহারে সেজে এসেছিল। ফাগুনের এই আয়োজনে নারীরা মনের আনন্দে পিলো পাসিং এবং ট্যালেন্ট শোসহ বিভিন্ন খেলায় অংশ নেন।

নৃত্য পরিবেশনায় ছিলেন ফারিয়া আনজুম এবং পূরবী পারমিতা। সংগীতে ছিলেন আয়েশা কলি। আয়োজনে অংশগ্রহণকারীদের কেক কেটে আনন্দ ভাগাভাগির পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠা, মিষ্টি ও বিভিন্ন রকমের ভর্তাসহ অনেক মুখরোচক খাবারে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানটির মূল পরিচালনায় ছিলেন পিবিডব্লিউএ’র সেক্রেটারি পলি ফরহাদ এবং প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা। সহযোগিতায় ছিলেন শারমিন আখতার, আমেনা খাতুন, তাহমিনা পাঠান ,আয়েশা কলি ও মনোয়ারা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সোফি কটড্ডিস, তিশা তানিয়া, পূরবী পারমিতা, সুলতানা ময়না, মৌসুমী সাহা, ফারহানা ববি, আবিদা আসোয়াদ, শায়লা, মাহমুদা, দিলারা, ফাহমিদা, নীপা, টিনা, ফারিন, বিন্দু, মারুফা, রুমানা, লাকি, কেয়া ও ফায়িয়া প্রমুখ।