Dhaka , Saturday, 20 April 2024

মিশিগানে বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে আজীবন সম্মাননা

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:00:10 am, Thursday, 2 March 2023
  • 32 বার

প্রবাস ডেস্ক: মুক্তিযোদ্ধা সম্মাননা ও মুক্তিযুদ্ধের পটভূমি উপস্থাপন ও চিত্রায়নের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপন করেছে মিশিগানের বেঙ্গলি কালচারাল সেন্টার।

মিশিগানের ওয়ারেন সিটিতে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে বাংলাদেশিদের অংশগ্রহণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৃদুল কান্তি সরকারের পরিচালনায় শুরুতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়।

আলোচনা সভার শুরুতে একুশের এই অনুষ্ঠানের মুল সমন্বয়ক জাহেদ জিয়া ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত যাদের অবদানে আজকের এই প্রিয় বাংলাদেশ, সেই সব মুক্তিকামী মানুষের জীবনচিত্র সংক্ষিপ্ত আকারে উপস্থিত শিশু-কিশোরদের পড়ে শোনান।

আলোচনায় সভায় বক্তব্য দেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মৃধা, চিনু মৃধা, সৈয়দ শাহেদুল হক, চিন্ময় আচার্যী ও ইকবাল ফেরদৌস।

ছাত্রত্ব থাকাকালীন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়ে অসামান্য অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেনকে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের পক্ষ থেকে আজীবন সম্মাননা এবংবিশ্বে বসবাসরত বাংলাদেশিদের এখানে বসবাসরত মানুষের অর্জন, সাফল্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দেশের বিভিন্ন গণমাধামে প্রকাশে সহযোগিতা করার জন্য ১৬ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রকর্ম তুলে ধরে এদেশে বেড়ে ওঠা শিশু- কিশোররা। ছিল কবিতা আবৃত্তি, নাচ ও দেশাত্মবোধক গান। মনোমুগ্ধকর অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের পাশাপাশি বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আয়োজকরা জানান, অন্তরা অন্তি ও মহুয়া দাসের কোরিওগ্রাফিতে ৬০ জন ছেলে-মেয়ের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে দলীয় নৃত্য পরিবেশন করা হয়। বাংলা স্কুল অব মিউজিকের শিক্ষার্থীরাও দলীয় সংগীত পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক সাইফ সিদ্দিকী ও সুদিপ্তা কর্মকার।

গান পরিবেশন করেন ডা. নিলুফা নীতু, ইলোরা হোসাইন, সুরভী, ফারহা,সানিয়া, ডা. নাজমুল আনোয়ার, কানন বড়ুয়া এবং রেন অ্যান্ড হাফ মাইল ব্যান্ডের হাসান, রসি, সাগর, জাফরূ আল কাদরী ও মাহিসাসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

মিশিগানে বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে আজীবন সম্মাননা

আপডেট টাইম : 08:00:10 am, Thursday, 2 March 2023

প্রবাস ডেস্ক: মুক্তিযোদ্ধা সম্মাননা ও মুক্তিযুদ্ধের পটভূমি উপস্থাপন ও চিত্রায়নের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপন করেছে মিশিগানের বেঙ্গলি কালচারাল সেন্টার।

মিশিগানের ওয়ারেন সিটিতে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে বাংলাদেশিদের অংশগ্রহণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৃদুল কান্তি সরকারের পরিচালনায় শুরুতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়।

আলোচনা সভার শুরুতে একুশের এই অনুষ্ঠানের মুল সমন্বয়ক জাহেদ জিয়া ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত যাদের অবদানে আজকের এই প্রিয় বাংলাদেশ, সেই সব মুক্তিকামী মানুষের জীবনচিত্র সংক্ষিপ্ত আকারে উপস্থিত শিশু-কিশোরদের পড়ে শোনান।

আলোচনায় সভায় বক্তব্য দেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মৃধা, চিনু মৃধা, সৈয়দ শাহেদুল হক, চিন্ময় আচার্যী ও ইকবাল ফেরদৌস।

ছাত্রত্ব থাকাকালীন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়ে অসামান্য অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেনকে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের পক্ষ থেকে আজীবন সম্মাননা এবংবিশ্বে বসবাসরত বাংলাদেশিদের এখানে বসবাসরত মানুষের অর্জন, সাফল্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দেশের বিভিন্ন গণমাধামে প্রকাশে সহযোগিতা করার জন্য ১৬ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রকর্ম তুলে ধরে এদেশে বেড়ে ওঠা শিশু- কিশোররা। ছিল কবিতা আবৃত্তি, নাচ ও দেশাত্মবোধক গান। মনোমুগ্ধকর অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের পাশাপাশি বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আয়োজকরা জানান, অন্তরা অন্তি ও মহুয়া দাসের কোরিওগ্রাফিতে ৬০ জন ছেলে-মেয়ের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে দলীয় নৃত্য পরিবেশন করা হয়। বাংলা স্কুল অব মিউজিকের শিক্ষার্থীরাও দলীয় সংগীত পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক সাইফ সিদ্দিকী ও সুদিপ্তা কর্মকার।

গান পরিবেশন করেন ডা. নিলুফা নীতু, ইলোরা হোসাইন, সুরভী, ফারহা,সানিয়া, ডা. নাজমুল আনোয়ার, কানন বড়ুয়া এবং রেন অ্যান্ড হাফ মাইল ব্যান্ডের হাসান, রসি, সাগর, জাফরূ আল কাদরী ও মাহিসাসহ অনেকেই।