Dhaka , Saturday, 20 April 2024

ইউক্রেনে তৃতীয়বারের মতো বিমান বোঝাই ত্রাণ পাঠাল সৌদি

  • Robiul Islam
  • আপডেট টাইম : 07:59:39 am, Tuesday, 7 March 2023
  • 34 বার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে বিমান বোঝাই ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাদশাহ ফয়সাল ত্রাণ কেন্দ্র থেকে ৩০ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমানটি পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে অবতরণ করে।

সৌদির পাঠানো ত্রাণের মধ্যে জরুরি ওষুধ ছাড়াও তাঁবু এবং বিদ্যুতের জেনারেটরসহ মেডিকেল সামগ্রী রয়েছে। সৌদি আরব এর আগে আরও দুইবার ইউক্রেন ত্রাণসামগ্রী পাঠায়। সম্প্রতি সৌদির পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফর করেন। তার এ সফরের পরই ইউক্রেনে ত্রাণ পাঠানো শুরু করে সৌদি।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব ও পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন ৩০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যুদ্ধের মধ্যে গতমাসে (ফেব্রুয়ারি) প্রথমবারের মতো ইউক্রেন সফরে যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল আল সৌদ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে জেলেনস্কি বলেছিলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ দুই দেশের মধ্যে উপকারী সংলাপের উদ্দীপক হিসেবে কাজ করবে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে শান্তি, সাবভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য সৌদিকে ধন্যবাদ। এটা তাদের জন্য এবং বিশ্ব সমাজের (ওয়ার্ল্ড সোসাইটি) জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইউক্রেন যুদ্ধে সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতবছর মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতা করে। ওই মধ্যস্থতায় আমেরিকার দুইজন এবং যুক্তরাজ্যের পাঁচজন নাগরিককে মুক্তি দেয় রাশিয়া। ইউক্রেনে সৌদি আরব ৪০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

ইউক্রেনে তৃতীয়বারের মতো বিমান বোঝাই ত্রাণ পাঠাল সৌদি

আপডেট টাইম : 07:59:39 am, Tuesday, 7 March 2023

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে বিমান বোঝাই ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাদশাহ ফয়সাল ত্রাণ কেন্দ্র থেকে ৩০ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমানটি পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে অবতরণ করে।

সৌদির পাঠানো ত্রাণের মধ্যে জরুরি ওষুধ ছাড়াও তাঁবু এবং বিদ্যুতের জেনারেটরসহ মেডিকেল সামগ্রী রয়েছে। সৌদি আরব এর আগে আরও দুইবার ইউক্রেন ত্রাণসামগ্রী পাঠায়। সম্প্রতি সৌদির পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফর করেন। তার এ সফরের পরই ইউক্রেনে ত্রাণ পাঠানো শুরু করে সৌদি।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব ও পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন ৩০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যুদ্ধের মধ্যে গতমাসে (ফেব্রুয়ারি) প্রথমবারের মতো ইউক্রেন সফরে যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল আল সৌদ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে জেলেনস্কি বলেছিলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ দুই দেশের মধ্যে উপকারী সংলাপের উদ্দীপক হিসেবে কাজ করবে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে শান্তি, সাবভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য সৌদিকে ধন্যবাদ। এটা তাদের জন্য এবং বিশ্ব সমাজের (ওয়ার্ল্ড সোসাইটি) জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইউক্রেন যুদ্ধে সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতবছর মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতা করে। ওই মধ্যস্থতায় আমেরিকার দুইজন এবং যুক্তরাজ্যের পাঁচজন নাগরিককে মুক্তি দেয় রাশিয়া। ইউক্রেনে সৌদি আরব ৪০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।