Dhaka , Saturday, 20 April 2024

গুলিস্তানে বিস্ফোরণ : সবাইকে এগিয়ে আসার আহ্বান মেয়র তাপসের

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:03:10 am, Wednesday, 8 March 2023
  • 44 বার

নিউজ ডেস্ক: রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (০৭ মার্চ) রাতে শোকবার্তায় তিনি বলেন, যে কোনো দুর্ঘটনাই অনাকাঙ্ক্ষিত। বিশেষত এ ধরনের দুর্ঘটনা যখন বহু মানুষের মৃত্যুর কারণ হয়, তখন তা সত্যিকার অর্থেই মেনে নেওয়া কষ্টকর। গুলিস্তানের ভবনে ঘটে যাওয়া বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এটি বড় ধরনের দুর্ঘটনা। আমি এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহত ব্যক্তিবর্গের দ্রুত আরোগ্য কামনা করছি।

শেখ ফজলে নূর তাপস বলেন, দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করে চলেছে। আমরা ফায়ার সার্ভিসের আহ্বানে সাড়া দিয়ে উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি হুইল এক্সক্যাভেটর দুর্ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়াও উদ্ধার কাজে আরও কোনো ধরনের যান-যন্ত্রপাতি প্রয়োজন হলে তা দ্রুত সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি।

দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজ ছাড়াও অন্যান্য কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় রক্ত সরবরাহে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি আহত ব্যক্তিবর্গের যথাযথ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

গুলিস্তানে বিস্ফোরণ : সবাইকে এগিয়ে আসার আহ্বান মেয়র তাপসের

আপডেট টাইম : 08:03:10 am, Wednesday, 8 March 2023

নিউজ ডেস্ক: রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (০৭ মার্চ) রাতে শোকবার্তায় তিনি বলেন, যে কোনো দুর্ঘটনাই অনাকাঙ্ক্ষিত। বিশেষত এ ধরনের দুর্ঘটনা যখন বহু মানুষের মৃত্যুর কারণ হয়, তখন তা সত্যিকার অর্থেই মেনে নেওয়া কষ্টকর। গুলিস্তানের ভবনে ঘটে যাওয়া বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এটি বড় ধরনের দুর্ঘটনা। আমি এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহত ব্যক্তিবর্গের দ্রুত আরোগ্য কামনা করছি।

শেখ ফজলে নূর তাপস বলেন, দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করে চলেছে। আমরা ফায়ার সার্ভিসের আহ্বানে সাড়া দিয়ে উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি হুইল এক্সক্যাভেটর দুর্ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়াও উদ্ধার কাজে আরও কোনো ধরনের যান-যন্ত্রপাতি প্রয়োজন হলে তা দ্রুত সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি।

দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজ ছাড়াও অন্যান্য কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় রক্ত সরবরাহে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি আহত ব্যক্তিবর্গের যথাযথ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করছি।