Dhaka , Sunday, 26 March 2023

অস্ট্রেলিয়ার সড়ক কেড়ে নিলো আরও এক বাংলাদেশির প্রাণ

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:11:22 am, Friday, 10 March 2023
  • 14 বার

প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে সড়ক দুর্ঘটনায় গাজী আজরাফ এজাজ নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি রোড ও স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে একটি ট্রাক তার সাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাজের এক প্রতিবেশী বাংলাদেশি মাহবুব স্মারক বলেন, এজাজ আমাদের পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এজাজ। এরও আগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শেষ করেছিলেন তিনি।

তিনি বলেন, ট্রাকচালক নিজেই ট্রাক থামিয়ে পুলিশকে ফোন করে দুর্ঘটনার তথ্য জানান। ঘটনার পরপরই এজাজকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা।

এর আগে, কানাডার স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় টরেন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়। এতে আহত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায় বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

অস্ট্রেলিয়ার সড়ক কেড়ে নিলো আরও এক বাংলাদেশির প্রাণ

আপডেট টাইম : 08:11:22 am, Friday, 10 March 2023

প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে সড়ক দুর্ঘটনায় গাজী আজরাফ এজাজ নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি রোড ও স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে একটি ট্রাক তার সাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাজের এক প্রতিবেশী বাংলাদেশি মাহবুব স্মারক বলেন, এজাজ আমাদের পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এজাজ। এরও আগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শেষ করেছিলেন তিনি।

তিনি বলেন, ট্রাকচালক নিজেই ট্রাক থামিয়ে পুলিশকে ফোন করে দুর্ঘটনার তথ্য জানান। ঘটনার পরপরই এজাজকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা।

এর আগে, কানাডার স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় টরেন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়। এতে আহত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায় বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়।