Dhaka , Friday, 29 March 2024

পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন : জায়েদ খান

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:00:21 am, Friday, 10 March 2023
  • 47 বার

বিনোদন ডেস্ক: দেশে হিন্দি সিনেমার বিরোধিতা করে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এবার তিনি প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়ে দেশের হলে হিন্দি ছবি না এনে দেশের নায়কদের নিয়ে ‘পাঠান’-এর মত ছবি তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ দেশে পাঠান আনার কি প্রয়োজন? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত তৈরি করুন। আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন জায়েদ খান। দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে বলে মন্তব্য জায়েদ খানের। উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাঠান’ এলে ‘ওরা সাতজন’ নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটার অবস্থা কী হতো? কোনো হল পেত?

এক ‘পাঠান’ সিনেমা নিয়ে লাফিয়ে লাভ নেই মন্তব্য করে জায়েদ খান বলেন, “এক ‘পাঠান’ নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। ‘শেহজাদা’, ‘সেলফি’ সবগুলো ফ্লপ গেছে।” তিনি বলেন, ‘১৬ দিন আগে মুম্বাই গিয়েছিলাম। সেখানে কয়েক দিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতিচর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয়, সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন : জায়েদ খান

আপডেট টাইম : 08:00:21 am, Friday, 10 March 2023

বিনোদন ডেস্ক: দেশে হিন্দি সিনেমার বিরোধিতা করে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এবার তিনি প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়ে দেশের হলে হিন্দি ছবি না এনে দেশের নায়কদের নিয়ে ‘পাঠান’-এর মত ছবি তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ দেশে পাঠান আনার কি প্রয়োজন? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত তৈরি করুন। আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন জায়েদ খান। দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে বলে মন্তব্য জায়েদ খানের। উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাঠান’ এলে ‘ওরা সাতজন’ নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটার অবস্থা কী হতো? কোনো হল পেত?

এক ‘পাঠান’ সিনেমা নিয়ে লাফিয়ে লাভ নেই মন্তব্য করে জায়েদ খান বলেন, “এক ‘পাঠান’ নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। ‘শেহজাদা’, ‘সেলফি’ সবগুলো ফ্লপ গেছে।” তিনি বলেন, ‘১৬ দিন আগে মুম্বাই গিয়েছিলাম। সেখানে কয়েক দিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতিচর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয়, সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করুন।’