আন্তর্জাতিক ডেস্ক: পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে সৌদি আরব ও ইরান। এর অংশ হিসেবে দেশ দুইটি আগামী ৬০ দিনের মধ্যে দূতাবাস চালু করবে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (১০ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চীনের রাজধানী বেইজিংয়ে আলোচনার পর সৌদি আরব ও ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।