প্রবাস ডেস্ক: জার্মানির ফ্রাঙ্কফুর্টে টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট নামে স্পোর্টস সংগঠনের উদ্বোধন হয়েছে। টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট জার্মান সরকারের অনুমোদনপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের প্রথম স্পোর্টস সংগঠন।
সংগঠনটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সুস্থ জীবন এবং সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি সংগঠনটির সাফল্য কামনা করেন এবং দূতাবাসের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও রাষ্ট্রদূত গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলকে আহ্বান জানান। রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যদের সাথে নিয়ে কেক কেটে সংগঠনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্বাস আলী চৌধুরী, সোনার বাংলা সংগঠনের সভাপতি জাকির হোসেন, মায়েদুল ইসলাম তালুকদার প্রমুখ। টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্টের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানের আগত সকলের জন্য রাতের খাবারের আয়োজন করা হয় এবং শেষে এক মিনি কন্সার্টে গান পরিবেশন করে ফ্রাঙ্কফুর্ট প্রবাসি বাংলাদেশিদের ব্যান্ড ‘ব্যান্ড অব ব্রাদারস’।
টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্টের পরিচালনা পরিষদে রয়েছেন কাজী আসিফ হোসেন দীপ, আরিফ হোসেন বিশ্বাস, রাজিউর রহমান সামি, শাকির উর রশিদ সৌমিক, আতিকুর রহমান খান, কে এম শাহরিয়ার আলম, সায়মন ইস্তেহাদ, নজরুল ইসলাম এবং জাহিদ হোসেন।
২০২০ সালের জুন মাসে একদল উদ্যমী তরুণ বাংলাদেশি ছাত্ররা পার্কের রাস্তায় খেলাধুলার মাধ্যমে একত্রিত হতে শুরু করেছিল। সেদিনের সেই ক্ষুদ্র যাত্রা থেকে শুরু করে আজ এটি একটি অনুমোদনপ্রাপ্ত সংগঠনে পরিণত হয়েছে।
মূলত খেলাধুলাকে কেন্দ্র করে টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট গঠিত হলেও সংগঠনটি শুধু খেলাধুলা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন সামজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমও পরিচালিত হচ্ছে সংগঠনটির মাধ্যমে।
টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট একটি অনুমোদনপ্রাপ্ত স্পোর্টস সংগঠন হিসেবে ফ্রাঙ্কফুর্ট শহর কর্তৃপক্ষ থেকে খেলার মাঠ পাবে যেখানে প্রবাসী বাংলাদেশিরা সকল প্রকার খেলাধুলা করতে পারবে। ড্রেসিং রুম থেকে শুরু করে টেবিল টেনিস, বিলিয়ার্ড, ভলিবল সহ ইনডোর এবং আউটডোর সকল খেলাধুলার সুযোগ থাকবে সেখানে।