Dhaka , Saturday, 3 June 2023

অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রীকে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 11:17:33 am, Friday, 17 March 2023
  • 16 বার

মালয়েশিয়া ডেস্ক: বিশ্বের চলচ্চিত্র জগতের বহুল প্রতীক্ষিত উৎসবের ৯৫তম আসরে এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন মালয়েশীয় নাগরিক মিশেল ইয়ো। এই সম্মাননা লাভ করায় মিশেল ইয়োকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক ও টুইটার বার্তায় মিশেল ইয়োকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। মিশেল ইয়োকে প্রশংসা করে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, মিশেল ইয়ো শুধু প্রথম মালয়েশীয়ই নয়, তিনি এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।

‘আমরা তার এই কৃতিত্বে গর্বিত, মিশেলের উজ্জ্বল ও দৃষ্টান্তমূলক ক্যারিয়ারের এই সাফল্যে অবশ্যই আমাদের দেশীয় অভিনেতা ও অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এটা সত্যিই মালয়েশিয়ার নাম বিশ্বমঞ্চে তুলে ধরেছে। আমি আশা করি, এই অর্জন স্থানীয় শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করবে।’

মিশেল ইয়ো’র জন্ম মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমার শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে তার নাম। এ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী। মিশেল ইয়োহর ঐতিহাসিক শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জয়ের আনন্দে মেতে উঠেছে মালয়েশীয়রা।

মিশেল আরও বলেন, ‘আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদেরকে এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।’ এ সময় ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানান মিশেল ইয়ো। তার মা মালয়েশিয়ায় বসে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখেন।

মালয়েশীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এবারই প্রথম মনোনয়ন পান ৬০ বছর বয়সী মিশেল। আর শুরুতেই বাজিমাত করলেন তিনি। এর আগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও লাভ করেছেন মিশেল ইয়ো।

‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। এ ছবিটির অভিনেতা কে হুই কুয়ানও সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেতা ও পার্শ্ব অভিনেত্রী দুটি পুরস্কারই পেলেন একই চলচ্চিত্রে কাজ করা দুই শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রীকে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

আপডেট টাইম : 11:17:33 am, Friday, 17 March 2023

মালয়েশিয়া ডেস্ক: বিশ্বের চলচ্চিত্র জগতের বহুল প্রতীক্ষিত উৎসবের ৯৫তম আসরে এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন মালয়েশীয় নাগরিক মিশেল ইয়ো। এই সম্মাননা লাভ করায় মিশেল ইয়োকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক ও টুইটার বার্তায় মিশেল ইয়োকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। মিশেল ইয়োকে প্রশংসা করে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, মিশেল ইয়ো শুধু প্রথম মালয়েশীয়ই নয়, তিনি এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।

‘আমরা তার এই কৃতিত্বে গর্বিত, মিশেলের উজ্জ্বল ও দৃষ্টান্তমূলক ক্যারিয়ারের এই সাফল্যে অবশ্যই আমাদের দেশীয় অভিনেতা ও অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এটা সত্যিই মালয়েশিয়ার নাম বিশ্বমঞ্চে তুলে ধরেছে। আমি আশা করি, এই অর্জন স্থানীয় শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করবে।’

মিশেল ইয়ো’র জন্ম মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমার শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে তার নাম। এ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী। মিশেল ইয়োহর ঐতিহাসিক শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জয়ের আনন্দে মেতে উঠেছে মালয়েশীয়রা।

মিশেল আরও বলেন, ‘আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদেরকে এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।’ এ সময় ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানান মিশেল ইয়ো। তার মা মালয়েশিয়ায় বসে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখেন।

মালয়েশীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এবারই প্রথম মনোনয়ন পান ৬০ বছর বয়সী মিশেল। আর শুরুতেই বাজিমাত করলেন তিনি। এর আগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও লাভ করেছেন মিশেল ইয়ো।

‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। এ ছবিটির অভিনেতা কে হুই কুয়ানও সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেতা ও পার্শ্ব অভিনেত্রী দুটি পুরস্কারই পেলেন একই চলচ্চিত্রে কাজ করা দুই শিল্পী।