Dhaka , Wednesday, 7 June 2023

এমআরটি লাইন উদ্বোধন : বিনামূল্যে ১৬ দিন যাতায়াতের সুযোগ পাচ্ছেন যাত্রীরা

  • Robiul Islam
  • আপডেট টাইম : 03:49:38 pm, Friday, 17 March 2023
  • 18 বার

মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ার পুত্রাজায়ায় ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে এমআরটির ফলক উন্মোচনের পর, উদ্বোধনের দিন থেকে আগামি ৩১ মার্চ পর্যন্ত এর মাধ্যমে সব যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক সিউ ফুক, এমআরটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক মোহাম্মদ জারিফ হাশিমসহ অন্যান্য কর্মকর্তারা।

কুয়ালালামপুরের কামপুং বাতু থেকে পুত্রাজায়ার সেন্ট্রাল পর্যন্ত ৪০ দশমিক দুই কিলোমিটার বিস্তৃত ম্যাস র‍্যাপিড ট্রানজিট-২ রুটে মোট ২৪টি স্টেশন রয়েছে। এর মধ্যে ১৫টি এলিভেটেড স্টেশন এবং ৯টি ভূগর্ভস্থ স্টেশন রয়েছে। লাইনটিতে কেলানা জায়া লাইট রেল ট্রানজিট (এলআরটি), কাজাং এমআরটি এবং কেএল মনোরেলের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ইন্টারচেঞ্জ স্টেশন পরিষেবাও রয়েছে।

২৪টি স্টেশন হলো- কাম্পুং বাতু, কেন্টনমেন, জালান ইপোহ, সেন্তুল বারাত, তিতিওয়াংসা, হসপিটাল কুয়ালালামপুর, রাজা উদা, আমপাং পার্ক, পারসিয়ারান কেএলসিসি, কনলে, তুন রাজাক এক্সচেঞ্জ, চান সো লিন, বন্দর মালয়েশিয়া উতারা, বন্দর মালয়েশিয়া সেলাতান, কুচাই, তামান নাগা ইমাস, সুঙ্গাই বেসি, সেরদাং রায়া উতারা, সেরদাং রায়া সেলাতান, সেরদাং জায়া, ইউপিএম, তামান ইকুইন, পুত্রা পারমাই, সিক্সটিন সিয়ারা, সাইবারজায়া উতারা, সাইবার সিটি সেন্টার এবং পুত্রাজায়া সেন্ট্রাল।

এর আগে গত বছরের ১৬ জুন ১৭ দশমিক পাঁচ কিলোমিটার বিস্তৃত এমআরটি-১ লাইন চালু করা হয়েছিল, যেখানে রয়েছে ১২টি স্টেশন। এ নিয়ে পুত্রাজায়ার মোট ৫৭ দশমিক ৭ কিলোমিটার এমআরটি লাইনের কাওয়াসা দামানসারা থেকে পুত্রজায়া পর্যন্ত মোট ৩৬টি স্টেশন যুক্ত হলো।

পুত্রাজায়া এমআরটি লাইন ট্রেনের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যাত্রী যোগাযোগ ইউনিট, যা সরাসরি ট্রেনের নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সংযোগ করা হয়েছে। এছাড়া এই লাইনে ৪৯টি ইলেকট্রিক ট্রেন রয়েছে। আর প্রতিটি ট্রেনে ১২শ’ যাত্রীর জন্য রয়েছে চারটি বগি। ট্রেনগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং চালকবিহীন হলেও, প্রয়োজনে চালকের মাধ্যমেও পরিচালনা করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

এমআরটি লাইন উদ্বোধন : বিনামূল্যে ১৬ দিন যাতায়াতের সুযোগ পাচ্ছেন যাত্রীরা

আপডেট টাইম : 03:49:38 pm, Friday, 17 March 2023

মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ার পুত্রাজায়ায় ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে এমআরটির ফলক উন্মোচনের পর, উদ্বোধনের দিন থেকে আগামি ৩১ মার্চ পর্যন্ত এর মাধ্যমে সব যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক সিউ ফুক, এমআরটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক মোহাম্মদ জারিফ হাশিমসহ অন্যান্য কর্মকর্তারা।

কুয়ালালামপুরের কামপুং বাতু থেকে পুত্রাজায়ার সেন্ট্রাল পর্যন্ত ৪০ দশমিক দুই কিলোমিটার বিস্তৃত ম্যাস র‍্যাপিড ট্রানজিট-২ রুটে মোট ২৪টি স্টেশন রয়েছে। এর মধ্যে ১৫টি এলিভেটেড স্টেশন এবং ৯টি ভূগর্ভস্থ স্টেশন রয়েছে। লাইনটিতে কেলানা জায়া লাইট রেল ট্রানজিট (এলআরটি), কাজাং এমআরটি এবং কেএল মনোরেলের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ইন্টারচেঞ্জ স্টেশন পরিষেবাও রয়েছে।

২৪টি স্টেশন হলো- কাম্পুং বাতু, কেন্টনমেন, জালান ইপোহ, সেন্তুল বারাত, তিতিওয়াংসা, হসপিটাল কুয়ালালামপুর, রাজা উদা, আমপাং পার্ক, পারসিয়ারান কেএলসিসি, কনলে, তুন রাজাক এক্সচেঞ্জ, চান সো লিন, বন্দর মালয়েশিয়া উতারা, বন্দর মালয়েশিয়া সেলাতান, কুচাই, তামান নাগা ইমাস, সুঙ্গাই বেসি, সেরদাং রায়া উতারা, সেরদাং রায়া সেলাতান, সেরদাং জায়া, ইউপিএম, তামান ইকুইন, পুত্রা পারমাই, সিক্সটিন সিয়ারা, সাইবারজায়া উতারা, সাইবার সিটি সেন্টার এবং পুত্রাজায়া সেন্ট্রাল।

এর আগে গত বছরের ১৬ জুন ১৭ দশমিক পাঁচ কিলোমিটার বিস্তৃত এমআরটি-১ লাইন চালু করা হয়েছিল, যেখানে রয়েছে ১২টি স্টেশন। এ নিয়ে পুত্রাজায়ার মোট ৫৭ দশমিক ৭ কিলোমিটার এমআরটি লাইনের কাওয়াসা দামানসারা থেকে পুত্রজায়া পর্যন্ত মোট ৩৬টি স্টেশন যুক্ত হলো।

পুত্রাজায়া এমআরটি লাইন ট্রেনের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যাত্রী যোগাযোগ ইউনিট, যা সরাসরি ট্রেনের নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সংযোগ করা হয়েছে। এছাড়া এই লাইনে ৪৯টি ইলেকট্রিক ট্রেন রয়েছে। আর প্রতিটি ট্রেনে ১২শ’ যাত্রীর জন্য রয়েছে চারটি বগি। ট্রেনগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং চালকবিহীন হলেও, প্রয়োজনে চালকের মাধ্যমেও পরিচালনা করা যাবে।