মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি জানান, বাংলাদেশ থেকে গৃহকর্মী ও নিরাপত্তাকর্মী নেবে কুয়ালালামপুর।
দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
বৈঠক শেষে আহমেদ মুনিরুছ সালেহীন সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই। চাহিদাপত্র অনুযায়ী আবেদনকারীদের মালয়েশিয়ায় যেতে বাধা নেই।’
তিনি বলেন, কোন প্রক্রিয়ায় কর্মী নেয়া হবে এবং খরচ কত পড়বে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত শনিবার (১৮ মার্চ) মালয়েশিয়ায় কর্মী নিয়োগে হঠাৎ অনুমোদন স্থগিত করে দেয় দেশটি। এ নিয়ে মালয়েশিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মধ্যে শঙ্কা দেখা দেয়।
এদিকে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে আড়াই লাখ কর্মীর চাহিদাপত্র থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী গেছে।