Dhaka , Thursday, 28 March 2024

‘সালমানকে না জানিয়ে মুম্বাইতে কিছু হয় না’

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:00:45 am, Tuesday, 21 March 2023
  • 36 বার

বিনোদন ডেস্ক: তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠতার খবর কারো অজানা নয়। চিরঞ্জীবীর পুত্র রাম চরণের সঙ্গেও সালমানের হৃদ্যতা অন্যরকম। অস্কার মঞ্চ থেকে ফিরে ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন রাম চরণ। তাতে সালমান খানকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

একটি ঘটনা বর্ণনা দিয়ে রাম চরণ বলেন, ‘‘আমি ওনার সঙ্গে দেখা করতে চাওয়ার আগেই উনি আমাকে বাবার (চিরঞ্জীবী) পুরোনো বন্ধু হিসেবে আমন্ত্রণ জানান। একসময় ওনারা অনেক বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। একদিন সালমান স্যার আমাকে ফোন করে বলেন, ‘বেটা, আমি শুনলাম তুমি মুম্বাইতে?’ আমি অবাক হয়ে বলি, ‘আপনি কীভাবে জানলেন?’ উত্তরে তিনি বলেন, ‘আমাকে না জানিয়ে মুম্বাইত কিছু হয় না।’ এরপর উনি আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। সেই উষ্ণ অভ্যর্থনা সারা জীবন মনে রাখব।’’

এসময় সঞ্চালক বলেন, ‘‘সালমান খান দুর্দান্ত একজন সঞ্চালক। কিন্তু বাড়িতে আমন্ত্রণ জানানো মানে বিপদ। কারণ রাত ৫টা পর্যন্ত পার্টি চলে।’ এসব কথা শোনে রাম চরণ বলেন, ‘না, স্যার। তিনি খুব নরম হৃদয়ের মানুষ। আমাদের তিনি ছেড়ে দিয়েছিলেন। পার্টিতে কেউ থাকতে চাইলে থাকতে পারেন। কিন্তু জোর করেন না।’’

সালমান খানের পরবর্তী সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে রাম চরণকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

‘সালমানকে না জানিয়ে মুম্বাইতে কিছু হয় না’

আপডেট টাইম : 08:00:45 am, Tuesday, 21 March 2023

বিনোদন ডেস্ক: তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠতার খবর কারো অজানা নয়। চিরঞ্জীবীর পুত্র রাম চরণের সঙ্গেও সালমানের হৃদ্যতা অন্যরকম। অস্কার মঞ্চ থেকে ফিরে ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন রাম চরণ। তাতে সালমান খানকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

একটি ঘটনা বর্ণনা দিয়ে রাম চরণ বলেন, ‘‘আমি ওনার সঙ্গে দেখা করতে চাওয়ার আগেই উনি আমাকে বাবার (চিরঞ্জীবী) পুরোনো বন্ধু হিসেবে আমন্ত্রণ জানান। একসময় ওনারা অনেক বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। একদিন সালমান স্যার আমাকে ফোন করে বলেন, ‘বেটা, আমি শুনলাম তুমি মুম্বাইতে?’ আমি অবাক হয়ে বলি, ‘আপনি কীভাবে জানলেন?’ উত্তরে তিনি বলেন, ‘আমাকে না জানিয়ে মুম্বাইত কিছু হয় না।’ এরপর উনি আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। সেই উষ্ণ অভ্যর্থনা সারা জীবন মনে রাখব।’’

এসময় সঞ্চালক বলেন, ‘‘সালমান খান দুর্দান্ত একজন সঞ্চালক। কিন্তু বাড়িতে আমন্ত্রণ জানানো মানে বিপদ। কারণ রাত ৫টা পর্যন্ত পার্টি চলে।’ এসব কথা শোনে রাম চরণ বলেন, ‘না, স্যার। তিনি খুব নরম হৃদয়ের মানুষ। আমাদের তিনি ছেড়ে দিয়েছিলেন। পার্টিতে কেউ থাকতে চাইলে থাকতে পারেন। কিন্তু জোর করেন না।’’

সালমান খানের পরবর্তী সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে রাম চরণকে।