মালয়েশিয়া ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন দাফতরিক কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে। বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে সময়সূচি জানানো হয়।
রমজান মাস উপলক্ষে সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে (এর মধ্যে নামাজের জন্য দুপুর দেড়টা থেকে পৌনে দুইটা পর্যন্ত বিরতি থাকবে।
আর সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার ও রোববার। এছাড়া শুক্রবার জুমার নামাজের জন্য (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত) একঘণ্টা বিরতি থাকবে বলে নোটিশে জানানো হয়।