প্রবাস ডেস্ক: কাতারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাতার শাখার উদ্যোগে উলামা সমাবেশ দোহার নিউ জামান রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তের বর্তমান কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন জালালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
সদস্য সচিব মাওলানা শুয়াইব আহমদ ও যুগ্ম সদস্য সচিব মাওলানা মোকাররম হোসাইনের যৌথ পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা কারী নূর মোহাম্মদ।
আরো উপস্থিত ছিলেন মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ,কারী মোহাম্মদ উল্লাহ বিন হাফিজ, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আমির উদ্দিনসহ অন্যান্যরা।
প্রধান অতিথি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, আমরা নাইবে নবী, নবীর ওয়ারাসাতের উত্তরাধিকারী আমরা। শুধু নিজের জান্নাতে যাওয়ার চিন্তাভাবনা করে দায়িত্ব শেষ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্পিত দায়িত্ব পালনে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে, প্রবাসে থেকেও দেশ জাতি ও মিল্লাতের খেদমত করা যায় শুধু প্রয়োজন একটু ফিকিরের। বিভ্রান্ত উম্মাহকে সঠিক পথে নিয়ে আসতে দেশ-বিদেশের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।