Dhaka , Friday, 22 September 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

বিডি হাব সিডনির উদ্যোগে বাংলাদেশিদের চাঁদ রাত মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:19:52 pm, Monday, 27 March 2023
  • 25 বার

প্রবাস ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি আগামী ১৬ এপ্রিল (রবিবার) মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ চাঁদ রাত মেলার আয়োজন করেছে।

এই উপলক্ষে গত ২৬ মার্চ (রবিবার) সন্ধ্যায় তাদের নিজস্ব মিলনায়তনে এই চাঁদ রাত মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির পক্ষে বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতি সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ রহমান মিঠু। সভায় সিডনি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, আয়োজক কমিটির সদস্যরা অংশ নিয়ে তাদের গঠনমূলক বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে চাঁদ রাত মেলার অন্যতম বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনার সময়কাল এবং অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু ও ট্রেজারার মোঃ সাখাওয়াত হোসেন জানান, এই মেলায় থাকছে ১০০ টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য থাকছে ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক ব্যবস্থা।

সহ সভাপতি শফিক শেখ জানান, মেলায় কোন প্রবেশ মূল্য থাকছে না। মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সাথে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ।

সহ সভাপতি নিরব জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেলায় স্টল বরাদ্দ চলছে। এই চাঁদ রাত মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক কমিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান খান স্ব পরিবারে ও স্ব বান্ধবে এই বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনার আমন্ত্রণ জানিয়েছেন। সবাইকে ইফতার ও রাতের খাবারে আপ্যায়িত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

বিডি হাব সিডনির উদ্যোগে বাংলাদেশিদের চাঁদ রাত মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা

আপডেট টাইম : 02:19:52 pm, Monday, 27 March 2023

প্রবাস ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি আগামী ১৬ এপ্রিল (রবিবার) মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ চাঁদ রাত মেলার আয়োজন করেছে।

এই উপলক্ষে গত ২৬ মার্চ (রবিবার) সন্ধ্যায় তাদের নিজস্ব মিলনায়তনে এই চাঁদ রাত মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির পক্ষে বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতি সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ রহমান মিঠু। সভায় সিডনি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, আয়োজক কমিটির সদস্যরা অংশ নিয়ে তাদের গঠনমূলক বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে চাঁদ রাত মেলার অন্যতম বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনার সময়কাল এবং অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু ও ট্রেজারার মোঃ সাখাওয়াত হোসেন জানান, এই মেলায় থাকছে ১০০ টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য থাকছে ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক ব্যবস্থা।

সহ সভাপতি শফিক শেখ জানান, মেলায় কোন প্রবেশ মূল্য থাকছে না। মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সাথে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ।

সহ সভাপতি নিরব জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেলায় স্টল বরাদ্দ চলছে। এই চাঁদ রাত মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক কমিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান খান স্ব পরিবারে ও স্ব বান্ধবে এই বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনার আমন্ত্রণ জানিয়েছেন। সবাইকে ইফতার ও রাতের খাবারে আপ্যায়িত করা হয়।