মালয়েশিয়া ডেস্ক: দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এখন থেকে অন্যান্য মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রা রুপি ব্যবহার করতে পারবে ভারত ও মালয়েশিয়া।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানাযায়।
মূলত গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বাণিজ্যে রুপিতে লেনদেনের সিদ্ধান্ত নেয় ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক। আর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে পারবে ভারত ও মালয়েশিয়া।
এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এখন থেকে অন্যান্য মুদ্রার পাশাপাশি ভারতীয় রুপি ব্যবহার করা যাবে। ২০২২ সালের জুলাই মাসে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখন আন্তর্জাতিক বাণিজ্যিক লেনেদেনে রুপি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দ্বিপাক্ষিক বাণিজ্যে রুপি ব্যবহারের এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক বাণিজ্যিক প্রবৃদ্ধি সহজতর করা। সেই সঙ্গে ভারতীয় রুপিতে বিশ্ব বাণিজ্যে দেশগুলোর আগ্রহের প্রতি সমর্থন করা।
এমনকি ইতোমধ্যে কুয়ালালামপুর-ভিত্তিক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাংক অব মালয়েশিয়া (আইআইবিএম) ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে বিশেষ অ্যাকাউন্টের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে রুপির লেনদেনের কার্যক্রম সচল করেছে।