মালয়েশিয়া ডেস্ক: রমজান উপলক্ষে মালয়েশিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। বড় বড় রেস্টুরেন্ট, চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানগুলোতেও চলছে নানা রকমের ছাড়। নিত্যপণ্যের পাশাপাশি পোশাক, প্রসাধনীসহ বেশিরভাগ জিনিসের ওপরও দেয়া হচ্ছে মূল্যছাড়।
বিশ্বের বিভিন্ন দেশের মতো পবিত্র রমজান মাসে মালয়েশিয়ায়ও চলছে মূল্যছাড়ের প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এবারও রাজধানী কুয়ালালামপুরে টেসকো, এনএসকে, মাইডিন, লুলু, জায়ান্টের মতো বড় বড় চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানেও নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যেরই দাম কমেছে।
রমজান উপলক্ষে স্থানীয়দের সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেট ও হাইপার মার্কেটগুলোতেও চলছে বিশেষ ছাড়। নিত্যপণ্যের পাশাপাশি প্রসাধনী, পোশাকসহ অন্যান্য পণ্যের ওপরও নানা ছাড় দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
মালয়েশিয়া সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছেন স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ ছাড় পেয়ে খুশি ক্রেতারা।
তারা জানান, রজমান উপলক্ষে মার্কেটগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেয়। এতে স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন রোজাদাররা।
প্রতিবছরই রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম পর্যবেক্ষণে কঠোর নজরদারি করে মালয়েশিয়া সরকার। আর কোনো রকম অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।