প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে শুরু হয়েছে মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।
শারজার বাংলাদেশ সমিতি ভবনের বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) ও আমিরাত ভিত্তিক সংবাদ পোর্টাল আমিরাত সংবাদ।
প্রতিযোগিতায় প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোররা অংশগ্রহণ করে থাকে।
বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসাইন খান সুমনের সার্বিক তত্ত্বাবধয়ানে পরিচালিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোরআন প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ইব্রাহুম ওসমান আফলাতুন সিআইপি। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হাফেজ মাওলানা মুহিবুর রহমান মঞ্জুর।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোরআন প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য সচিব জাফর চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি দুবাই এর সভাপতি প্রফেসর এম এ সবুর চৌধুরী ও বাংলাদেশ সমিতি শারজাহ এর সভাপতি এম এ বাশার।
এছাড়া, বক্তব্য রাখেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম আল কৈইন এর সভাপতি মোহাম্মদ সবুজ হাসান, বিশিষ্টজন জাহেদ হাসান, নাজমুল হক, প্রক মফিজুল ইসলাম, সাংবাদিক লুৎফুর রহমান, সাংবাদিক আব্দুল আলিম সাইফুল ও আমিরাত সংবাদের নির্বাহী সম্পাদক কাজী ইসমাইল আলম।
কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক বদিউল আলম, বাংলাদেশ সমিতি দুবাই এর যুগ্ন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, বৃহত্তর ফরিদপুর সমিতি দুবাই এর সভাপতি বুলবুল আহমেদ মুকুল, বাংলাদেশ স্পোর্টস ক্লাব ইউ.এ.ই’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ, বাংলাদেশ বিজনেস ফোরামের সহ সভাপতি মুনসুর মোহাম্মদ খলিল, নির্বাহী সদস্য নুর হোসেন, শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর সভাপতি সাংবাদিক শিবলি আল সাদিক, সাংবাদিক মেহেদি মোল্লা ও ওমর ফারুক প্রমুখ।
মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন ক্বারী মুহিবুর রহমান মন্জুর, ক্বারী আব্দুল মোনায়েম খান ও ক্বারী আবু রুকিয়ান।