Dhaka , Sunday, 4 June 2023

সিডনিতে রমজান নাইট ও ঈদ উৎসবের আয়োজন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:10:58 am, Wednesday, 5 April 2023
  • 16 বার

প্রবাস ডেস্ক: সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথমবারের মতো আগামী ১৫ এপ্রিল রমজান নাইট এবং ৩০ এপ্রিল ঈদ উৎসবের আয়োজন করবে। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধির জন্য তাদের এই উদ্যোগ চমৎকার সুযোগ এনে দেবে।

রমজান উপলক্ষে আগামী ১৫ এপ্রিল ক্যাম্পবেলটাউনের লিথগো স্ট্রিটে বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাজুড়ে থাকবে স্থানীয় বিভিন্ন স্বাদের মজাদার হালাল খাবারের দোকান এবং ফুড ট্রাক।

ঈদ উৎসব অনুষ্ঠিত হবে মিন্টুর করোনেশন পার্কে আগামী ৩০ এপ্রিল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঈদুল ফিতর পরবর্তী এই বৃহৎ জনসমাগমে বহু সাংস্কৃতিক মজাদার খাবারের স্টলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বাচ্চাদের জন্য থাকবে বিনোদনমূলক রাইড।

রমজান নাইট ও ঈদ পরবর্তী মুসলমানদের এই মিলন মেলায় সবাইকে একত্রে পরিবার ও বন্ধু-বান্ধবসহ মিলিত হওয়ার অপেক্ষায় আছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রিস। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ হতে পারে বলে মনে করেন কাউন্সিলর গ্রেস।

কাউন্সিলর মাসুদ খলিল বলেন, কাউন্সিল আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য প্রথমবারের মতো রমজান নাইট এবং ঈদ উৎসবের আয়োজন করছে জেনে আমি খুবই আনন্দিত। প্রত্যেকের জন্য ইসলাম সম্পর্কে জানার এবং উদযাপন করার একটি চমৎকার সুযোগ বয়ে আনার পাশাপাশি বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল উৎসাহী হালাল রেস্তোরাঁ মালিকদের কাউন্সিলে নিবন্ধন করতে অনুরোধ করেছে। কাউন্সিলের ওয়েবসাইট www.campbelltown.nsw.gov.au

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

সিডনিতে রমজান নাইট ও ঈদ উৎসবের আয়োজন

আপডেট টাইম : 08:10:58 am, Wednesday, 5 April 2023

প্রবাস ডেস্ক: সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথমবারের মতো আগামী ১৫ এপ্রিল রমজান নাইট এবং ৩০ এপ্রিল ঈদ উৎসবের আয়োজন করবে। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধির জন্য তাদের এই উদ্যোগ চমৎকার সুযোগ এনে দেবে।

রমজান উপলক্ষে আগামী ১৫ এপ্রিল ক্যাম্পবেলটাউনের লিথগো স্ট্রিটে বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাজুড়ে থাকবে স্থানীয় বিভিন্ন স্বাদের মজাদার হালাল খাবারের দোকান এবং ফুড ট্রাক।

ঈদ উৎসব অনুষ্ঠিত হবে মিন্টুর করোনেশন পার্কে আগামী ৩০ এপ্রিল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঈদুল ফিতর পরবর্তী এই বৃহৎ জনসমাগমে বহু সাংস্কৃতিক মজাদার খাবারের স্টলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বাচ্চাদের জন্য থাকবে বিনোদনমূলক রাইড।

রমজান নাইট ও ঈদ পরবর্তী মুসলমানদের এই মিলন মেলায় সবাইকে একত্রে পরিবার ও বন্ধু-বান্ধবসহ মিলিত হওয়ার অপেক্ষায় আছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রিস। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ হতে পারে বলে মনে করেন কাউন্সিলর গ্রেস।

কাউন্সিলর মাসুদ খলিল বলেন, কাউন্সিল আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য প্রথমবারের মতো রমজান নাইট এবং ঈদ উৎসবের আয়োজন করছে জেনে আমি খুবই আনন্দিত। প্রত্যেকের জন্য ইসলাম সম্পর্কে জানার এবং উদযাপন করার একটি চমৎকার সুযোগ বয়ে আনার পাশাপাশি বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল উৎসাহী হালাল রেস্তোরাঁ মালিকদের কাউন্সিলে নিবন্ধন করতে অনুরোধ করেছে। কাউন্সিলের ওয়েবসাইট www.campbelltown.nsw.gov.au