আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হামজে কালান্দারি জানিয়েছেন যে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে ইরান।
তিনি বলেন, ইসরাইলি হামলা প্রতিহত করার জন্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ইরান নিজের দায়িত্ব মনে করে।
ইরানের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রতিরক্ষামন্ত্রী রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, “সিরিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর নিরাপত্তা জোরদার করার বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” এ সময় তিনি ইরানের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি নিয়েও কথা বলেন।
ইরানের এই মন্ত্রী বলেন, ইসরাইলি হামলার মুখে এক সময় সিরিয়া একেবারেই অসহায় ছিল কিন্তু এখন ইসরাইলের অনেক হামলা প্রতিহত করছে।
জেনারেল কালান্দারি বলেন, ইরান তার প্রতিবেশী অনেক বন্ধু দেশকে শুধুমাত্র অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেনি বরং এ সমস্ত অস্ত্র ও প্রযুক্তি সেইসব দেশে তৈরি করার বিষয়েও সহযোগিতা করেছে।