Dhaka , Monday, 5 June 2023

বাপার ইফতার মাহফিলে সম্প্রীতির জয়গান

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:18:47 am, Tuesday, 11 April 2023
  • 21 বার

প্রবাস ডেস্ক: সর্বস্তরের প্রবাসীর প্রতিনিধিত্বকারীগণের বিপুল সমাগমে ৮ এপ্রিল নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে জয়া পার্টি হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ইতিমধ্যেই বিশেষ খ্যাতি অর্জনকারী পুলিশ অফিসারগণের সাথে ছিলেন ট্রাফিক এ্যানফোর্সমেন্ট এজেন্টরাও। অর্থাৎ বহুজাতিক এই সিটিতে বাংলাদেশকে বিশেষ এক মর্যাদায় অধিষ্ঠিত করার অন্যতম অবলম্বনে পরিণত পুলিশ অফিসারগণের সাথে কম্যুনিটির নিবিড় সম্পর্কের ব্যপারটি দৃশ্যমান হয় এই আয়োজনের মধ্যদিয়ে।

মাহফিলে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সোসাইটি এবং জালালাবাদ এসোসিয়েশনের মত সংগঠনের নির্বাচিত প্রতিনিধি, খ্যাতনামা আইনজীবী, রিয়েল এস্টেট ব্যবসায়ী, হোমকেয়ার এক্সিকিউটিভ, গণমাধ্যম ব্যক্তিত্ব, খ্যাতনামা শিল্পী, বাংলাদেশ মিশন এবং কন্স্যুলেটের প্রতিনিধিরাও।

ইফতার গ্রহণের প্রাক্কালে বাপার জেনারেল সেক্রেটারি এ কে এম আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সময়ের আলোচনায় অংশ নেন বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এনআরবি সেন্টারের প্রেসিডেন্ট শেকিল চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর নাসির উদ্দিন, ভাইস কন্সাল আসিফ আহমেদ প্রমুখ।

এ সময় সেখানে ছিলেন বোর্ডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী চৌধুরী, ট্রেজারার রাশিক মালিক, কো-ট্রেজারার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, মিডিয়া লিঁয়াজো জামিল সারোয়ার, কম্যুনিটি লিঁয়াজো মাসুদ সরোয়ার, বাপা ট্রাস্টি জসীম মিয়া, পাপিয়া শারমিন, এস এম তুগরিল, মোহাম্মদ মকিজ, শাখাওয়াত হাফিজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

বাপার ইফতার মাহফিলে সম্প্রীতির জয়গান

আপডেট টাইম : 08:18:47 am, Tuesday, 11 April 2023

প্রবাস ডেস্ক: সর্বস্তরের প্রবাসীর প্রতিনিধিত্বকারীগণের বিপুল সমাগমে ৮ এপ্রিল নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে জয়া পার্টি হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ইতিমধ্যেই বিশেষ খ্যাতি অর্জনকারী পুলিশ অফিসারগণের সাথে ছিলেন ট্রাফিক এ্যানফোর্সমেন্ট এজেন্টরাও। অর্থাৎ বহুজাতিক এই সিটিতে বাংলাদেশকে বিশেষ এক মর্যাদায় অধিষ্ঠিত করার অন্যতম অবলম্বনে পরিণত পুলিশ অফিসারগণের সাথে কম্যুনিটির নিবিড় সম্পর্কের ব্যপারটি দৃশ্যমান হয় এই আয়োজনের মধ্যদিয়ে।

মাহফিলে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সোসাইটি এবং জালালাবাদ এসোসিয়েশনের মত সংগঠনের নির্বাচিত প্রতিনিধি, খ্যাতনামা আইনজীবী, রিয়েল এস্টেট ব্যবসায়ী, হোমকেয়ার এক্সিকিউটিভ, গণমাধ্যম ব্যক্তিত্ব, খ্যাতনামা শিল্পী, বাংলাদেশ মিশন এবং কন্স্যুলেটের প্রতিনিধিরাও।

ইফতার গ্রহণের প্রাক্কালে বাপার জেনারেল সেক্রেটারি এ কে এম আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সময়ের আলোচনায় অংশ নেন বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এনআরবি সেন্টারের প্রেসিডেন্ট শেকিল চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর নাসির উদ্দিন, ভাইস কন্সাল আসিফ আহমেদ প্রমুখ।

এ সময় সেখানে ছিলেন বোর্ডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী চৌধুরী, ট্রেজারার রাশিক মালিক, কো-ট্রেজারার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, মিডিয়া লিঁয়াজো জামিল সারোয়ার, কম্যুনিটি লিঁয়াজো মাসুদ সরোয়ার, বাপা ট্রাস্টি জসীম মিয়া, পাপিয়া শারমিন, এস এম তুগরিল, মোহাম্মদ মকিজ, শাখাওয়াত হাফিজ প্রমুখ।