মালয়েশিয়া ডেস্ক: প্রবাসে জাতির পিতার আদর্শ ও শেখ হাসিনার ভিশন ২০৩০ বাস্তবায়নে মালয়েশিয়ায় যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
কুয়ালামপুরের ভিআইপি পিঠাঘর রেস্তোরাঁয় এ উপলক্ষে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে সংবাদ সম্মেলনে নবগঠিত মালয়েশিয়াস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা কর্মীদের পরিচয় করে দেওয়া হয়। মালয়েশিয়াস্থ বাংলাদেশী কমিউনিটি ও প্রবাসীদের মাঝে জাতির পিতার আদর্শ ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম আহ্ববায়ক আ. রউফ লিটন, সদস্য সচিব বশির আহমেদ ফারুক। সদস্য, রাশেদ বাদল, মো. আ. বাতেন, এস কে সেন্টু, হুমায়ুন কবির, এম এম মামুনুর রশীদ, সোনহার খান রশিদ, সৌরভ, মো. মতিন সরকার, শাহ আজিজুর রহমান শান্ত, তোফাজ্জল বিন খলিল, মিতু আক্তার, সালমা আক্তার, তাসলিমা হক ভাবনা, মো. মনিরুজ্জামান মনির, সারফারাজ অঞ্জন, মাহমুদ আক্তার মুক্তা ও আবুল হাশেম প্রমুখ।