মালয়েশিয়া ডেস্ক: রহমত, বরকত নাজাতের বার্তা নিয়ে মুসলিম বিশ্বের ঘরে ঘরে আগত মাহে রমজান শেষের দিকে। আল্লাহর নৈকট্য লাভের আশায় সারাদিন রোজা রেখে পরিবারের সকলে মিলে এক সঙ্গে ইফতারের আনন্দই যেন আলাদা। কিন্তু যারা পবিবার পরিজনের সুখের খোঁজে নিজ গৃহ ছেড়ে আজ পরবাসী, তাদের ইফতারীর অতীত আয়োজন আনন্দ দায়ক না হলেও বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীদের কল্যাণে মালয়েশিয়া প্রবাসীরাও বেশ কয়েক বছর ধরে উপভোগ করছেন ইফতারে আনন্দ।
দোকানীদের ব্যস্ততা আর বাহারী সব ইফতার আয়োজন দেখে মনে হতে পারে এই দৃশ্য দেশের ঢাকার। পুরান ঢাকার রাস্তাগুলোতে যেভাবে ঐতিহ্যবাহী ইফতার সাজান ব্যবসায়ীরা, একই ভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি সব ঐতিহ্যবাহী ইফতার সাজান প্রবাসীরা।
সব মিলিয়ে বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন কয়েক লক্ষ বাংলাদেশি। রোজার মাসে প্রতিদিনই কুয়ালালামপুরের কোতারায়া, বুকিত বিনতাং সহ মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বসে ইফতারি বাজার। শুধু প্রবাসীরাই নয়, বাংলাদেশি দোকানগুলোতে ভিড় জমায় বিদেশিরাও। বাংলাদেশি বাহারী ও ঐতিহ্যবাহী সব খাবারের টানেই তারা ছুটে বেড়ান দোকানে দোকানে।