প্রবাস ডেস্ক: প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে একতা ব্যবসায়ী সমিতি।
রোমের তুসকোলনা মসজিদে আয়োজিত ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম।
এ সময় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কাজী মামুন, উপদেষ্টা নুরুল আফসার, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাতাব্বর, সহ-সভাপতি খোরশেদ আলম, শাহ আলম, জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মিয়া আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মামুন, কোষাধক্ষ্য আয়রন মোল্লা, সদস্যদের মধ্যে মোস্তফা কামাল, ইব্রাহিম মোল্লা, আবু নাঈম, রফিক সিকদার, মাহবুব আলম, মাসুদ মোড়ল, সেলিম মিয়া, মাসুদ রানা, লিটন চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ।
এছাড়া বাংকার সমিতিগুলোর মধ্যে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি, বাংলাদেশ বাংকার সমিতি রোম, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, তুসকলোনা সমাজ কল্যাণ সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি, নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ সমিতি অত্তাবিয়ান ঐক্য পরিষদ।
ইফতারের পূর্বে বিশেষ দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।