মালয়েশিয়া ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়াস্থ সিলেট প্রবাসীদের সংগঠন সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এর একটি রেস্টুরেন্টে এবাদুর রহমানের সভাপতিত্বে এবং এমজে কাউসারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন মাহমুদুল হাসান সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল হক সবুজ, আব্দুল আউয়াল, ফয়েজ উদ্দিন, আবুল হাদিসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসেন, এনাম উদ্দিন ইমাম, আমির হামজা, মকবুল তালুকদার, মিজানুর রহমান মিতুন, শহীদুল ইসলাম, রাহীন মিয়া, আজমল হোসেন, সিব্বির আহমদ, মো. মোস্তাফা, জোবায়ের চৌধুরী কাউসার, মাহবুবুর রহমান রাহীসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাসুম আহমেদ।