Dhaka , Monday, 5 June 2023

কুয়েতে হবে বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার ‘বুর্জ মোবারক’

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:33:07 am, Friday, 14 April 2023
  • 22 বার

নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফা। সেই বুর্জ খলিফার আদলে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ‘বুর্জ মোবারক’ নির্মাণ করার পরিকল্পনা করেছে। এক কিলোমিটার লম্বা টাওয়ারটি কুয়েতের মদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ হবে। টাওয়ারটি নির্মাণে ১.২ বিলিয়ন ডলার খরচ হবে। যা ১০০১ মিটার উচ্চতায় দাঁড়াবে।

রিয়েল এস্টেট কোম্পানি তামদিন গ্রুপের মতে, টাওয়ারটি মদিনাত আল-হারির বা ‘সিল্ক শহর’ নামে একটি বৃহত্তর উন্নয়নের অংশ হিসেবে কুয়েতের সুবিয়া এলাকায় অবস্থান করবে। এটি ২৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এবং আবাসিক, বাণিজ্যিক এবং বিনোদন সুবিধার পাশাপাশি একটি বৃহৎ কেন্দ্রীয় উদ্যান অন্তর্ভুক্ত করা হবে।

বুর্জ মুবারক আল-কবীর টাওয়ারটি স্প্যানিশ স্থপতি সান্তিয়াগো ক্যালাত্রাভা দ্বারা ডিজাইন করা হবে এবং এটি সম্পূর্ণ হতে প্রায় ২৫ বছর সময় লাগবে বলে জানানো হয়েছে। টাওয়ারের নকশাটি একটি ঐতিহ্যবাহী ইসলামিক মিনারের আদলে হবে। এটি একটি সরু আকৃতি যা ওপরের দিকে টেপার।

নতুন ল্যান্ডমার্কে হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট এবং পর্যবেক্ষণ ডেক, সেইসাথে খুচরা এবং ডাইনিং বিকল্পগুলোর একটি পরিসরসহ বিভিন্ন সুবিধা থাকবে। এটি একটি প্রধান পর্যটক আকর্ষণ এবং কুয়েতের উচ্চাকাঙ্ক্ষা ও অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। বুর্জ মোবারক ২৩৪তলা বিশিষ্ট এবং ৭০০০ লোক থাকার ক্ষমতা থাকবে। সুবিয়া শহরটি ৭ লাখের বেশি মানুষের থাকার জন্য ডিজাইন করা হবে।

বুর্জ মোবারক আল-কবীর টাওয়ার এবং মদিনাত আল-হারীর প্রকল্পের উন্নয়ন কুয়েতের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার এবং তেল রপ্তানির ওপর নির্ভরতা কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। প্রকল্পটি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশে উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে বলে ধারণা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

কুয়েতে হবে বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার ‘বুর্জ মোবারক’

আপডেট টাইম : 08:33:07 am, Friday, 14 April 2023

নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফা। সেই বুর্জ খলিফার আদলে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ‘বুর্জ মোবারক’ নির্মাণ করার পরিকল্পনা করেছে। এক কিলোমিটার লম্বা টাওয়ারটি কুয়েতের মদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ হবে। টাওয়ারটি নির্মাণে ১.২ বিলিয়ন ডলার খরচ হবে। যা ১০০১ মিটার উচ্চতায় দাঁড়াবে।

রিয়েল এস্টেট কোম্পানি তামদিন গ্রুপের মতে, টাওয়ারটি মদিনাত আল-হারির বা ‘সিল্ক শহর’ নামে একটি বৃহত্তর উন্নয়নের অংশ হিসেবে কুয়েতের সুবিয়া এলাকায় অবস্থান করবে। এটি ২৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এবং আবাসিক, বাণিজ্যিক এবং বিনোদন সুবিধার পাশাপাশি একটি বৃহৎ কেন্দ্রীয় উদ্যান অন্তর্ভুক্ত করা হবে।

বুর্জ মুবারক আল-কবীর টাওয়ারটি স্প্যানিশ স্থপতি সান্তিয়াগো ক্যালাত্রাভা দ্বারা ডিজাইন করা হবে এবং এটি সম্পূর্ণ হতে প্রায় ২৫ বছর সময় লাগবে বলে জানানো হয়েছে। টাওয়ারের নকশাটি একটি ঐতিহ্যবাহী ইসলামিক মিনারের আদলে হবে। এটি একটি সরু আকৃতি যা ওপরের দিকে টেপার।

নতুন ল্যান্ডমার্কে হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট এবং পর্যবেক্ষণ ডেক, সেইসাথে খুচরা এবং ডাইনিং বিকল্পগুলোর একটি পরিসরসহ বিভিন্ন সুবিধা থাকবে। এটি একটি প্রধান পর্যটক আকর্ষণ এবং কুয়েতের উচ্চাকাঙ্ক্ষা ও অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। বুর্জ মোবারক ২৩৪তলা বিশিষ্ট এবং ৭০০০ লোক থাকার ক্ষমতা থাকবে। সুবিয়া শহরটি ৭ লাখের বেশি মানুষের থাকার জন্য ডিজাইন করা হবে।

বুর্জ মোবারক আল-কবীর টাওয়ার এবং মদিনাত আল-হারীর প্রকল্পের উন্নয়ন কুয়েতের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার এবং তেল রপ্তানির ওপর নির্ভরতা কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। প্রকল্পটি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশে উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে বলে ধারণা হচ্ছে।