আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরব। এর ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে প্রায় ৯০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিবিরোধী অভিযান শুরু করে।
একসঙ্গে প্রায় ৯০০ বন্দি বিনিময়ের ঘটনা সৌদি আরব এবং হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ আস্থা অর্জনকেই প্রমাণ করে।
বন্দি বিনিময়ের বিষয়টি পরিচালনা করছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমান ইয়েমেন ও সৌদি আরবের অন্তত ৬টি শহরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের পৌঁছে দেবে।
আইসিআরসির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলছেন, উভয়পক্ষের এই সদিচ্ছার ফলে সংঘাতের কারণে বিচ্ছিন্ন শত শত পরিবার পুনরায় একত্রিত হচ্ছে। আমাদের গভীর আকাঙ্ক্ষা হল, এই বন্দি বিনিময়ের ঘটনা একটি বৃহত্তর রাজনৈতিক সমাধানের গতিকে ত্বরান্বিত করবে।
এর আগে গত মাসে সুইজারল্যান্ডে ৮৮৭ বন্দিকে মুক্ত করার বিষয়ে আলোচনায় সম্মত হয়েছিল ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো। আরও বন্দি মুক্তির বিষয়ে আলোচনা করার জন্য আসছে মে মাসে আবার উভয়পক্ষের দেখা করার কথা রয়েছে।
ইয়েমেন বিষয়ক জাতিসংঘ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এবং আইসিআরসির তত্ত্বাবধানে বন্দি বিনিময় চুক্তিটি সম্পাদিত হয়েছিল। স্টকহোম চুক্তি নামে পরিচিত জাতিসংঘের মধ্যস্থতামূলক চুক্তির অধীনে সিরিজ বৈঠকের সর্বশেষ আলোচনা ছিল এটি।