প্রবাস ডেস্ক: সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র স্থানীয় সিভিক হলে মুসলিমদের সম্মানে ইফতার ও ডিনারের আয়োজন করে।
অনুষ্ঠিত এই ইফতারে আবু রেদোয়ান পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।
ইফতার অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর ডারসি লাউন্ড, কাউন্সিলর ক্যারেন হান্ট, কাউন্সিলর রায় মোনোটো, কাউন্সিলর জন ছো, কাউন্সিলর রেলি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পর অতিথিরা মাগরিবের নামাজ আদায় করেন। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ গ্রেইস ইফতারের আগে শুভেচ্ছা বক্তৃতায় ইফতার ও ডিনারের আয়োজনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।