মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশি এক্সপ্যাটদের সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’ (বিডিএক্সপ্যাট) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালামাপুরের ক্যাফে স্টার কাবাবে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটি অব মালায়ার ফেকাল্টি অব বিজিনেস অ্যান্ড ইকোনোমিক্স বিভাগের সিনিয়র লেকচারার ও বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভ ড. মোহাম্মদ আলী তারেকের শুভেচ্ছা বক্তব্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
ড. আলী তারেক তার শুভেচ্ছা বক্তব্যে বিডিএক্সপ্যাটের কার্যক্রম তুলে ধরেন। ইফতার মাহফিলে বক্তব্য দেন, সানওয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ছাইদুর রহমান সিআইপি।
ইফতার মাহফিলটি বাস্তবায়ন করেন, একাডেমি সাইন্স মালয়েশিয়ার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ড. মো. আজিজুল বারী, ইয়ুথ হাবের সভাপতি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার ও গুগল মালয়েশিয়ার টেলকো, টেক ইন্ডাস্ট্রি ম্যানেজার রিবো আলম।
এছাড়া বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব মালায়া, ফেকাল্টি অব মেডিসিন বিভাগের লেকচারার ডা. তানিয়া ইসলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার সিনিয়র লেকচারার ড. লুবনা আলম, ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেসনাল অসীম সাহা রায় ও পিএইচডি গবেষক আশা হোসেন।
ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত ১১০ জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আইকিউআই গ্লোবালে সফটওয়ার ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ।
এছাড়া পরিচিত পর্ব ও মুক্ত আলোচনায় বিডিএক্সপ্যাট এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত প্রবাসীরা এবং সামনে বিডিএক্সপ্যাটের কার্যক্রমকে বেগবান করতে পরামর্শ দেন।
বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রফেশনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে।