প্রবাস ডেস্ক: মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য দেশের প্রায় ৬শ অভিবাসী অংশ নেন।
মালদ্বীপের রাজধানী মালে আমিনিয়া স্কুল হলরুমে ইফতারের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. রাসেল আহমেদ সাগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের বাংলাদেশ মিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান (শ্রম) মো. সোহেল পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে মিশনের কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজনের জন্য বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী সংগঠনটির সকল নেতাদের ধন্যবাদ জানান।
প্রধান অতিথি সোহেল পারভেজ প্রবাসীদের স্থানীয় আইন মেনে দেশের সম্মান অক্ষুণ্ন রাখা ও প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের উপদেষ্টা শাহজালাল শিকদার, ক্রীড়া সম্পাদক মো. মামুনের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, সহ-সভাপতি সজীব, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। সংগঠনটির উপদেষ্টা মো. এরশাদ মোল্লা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি আলতাফ হোসেন, ঢাকা ট্রেডার্স এর কর্ণধার বাংলাদেশি নাগরিক মো. বাবুল হোসেন এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের লোকাল ডিরেক্টর মো. হান্নান খান কবির, মো.নজরুল ইসলাম মজিব, ব্যাবসায়ী মনির হোসেন, জাকির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আল আমিন, এনামুল হক জাকির, মো. লিটন, করিম রানা, কাজী মোখলেস, মো. ভুবন, মো. মাহফুজ, মো. ফারুক আহমেদ জয়, দুলাল আল মাইজভান্ডারি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সংগঠনের নেতাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।
সংগঠনের সভাপতি রাসেল আহমেদ সমাপনী সংক্ষিপ্ত বক্তব্যে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন মালদ্বীপের বসবাস করা বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা ও দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন করেন সংগঠনটির সহ-সভাপতি সারওয়ার হোসেন। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আবুল আজিজ।