মালয়েশিয়া ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে মালয়েশিয়া প্রবাসী বিক্রমপুর- মুন্সিগঞ্জ প্রবাসীদের সংগঠন বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন মালয়েশিয়া।
কুয়ালালামপুরের গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রবাসী বিক্রমপুর-মুন্সিগঞ্জ প্রবাসীরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় আগত অতিথি বৃন্দকে স্বাগত জানান বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি দাতো মোহাম্মদ সেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন, বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের মাহবুব আলম শাহ, সভাপতি এস, এম মোয়াজ্জেম হোসেন নিপু, সাধারণ সম্পাদক এস, কে সেন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টুটুল, শেখ ডালিমসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে মালয়েশিয়া প্রবাসীরাসহ সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহিউদ্দিন।