Dhaka , Saturday, 23 September 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

সিডনির ল্যাকেম্বাতে ঈদ মেলা

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:33:40 am, Monday, 17 April 2023
  • 29 বার

প্রবাস ডেস্ক: ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২৫ মার্চ, ১ এপ্রিল, ৮ এপ্রিল ও ১৫ এপ্রিল ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক আয়োজিত বাংলা কম্যুনিটির জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বার ইউনাইটিং চার্চে অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও সকাল ১১টা থেকে রাত ১০টা পযন্ত সিডনির বিখ্যাত ফ্যাশন হাউজ গুলোর অংশগ্রহণে ঈদ মেলা অনুষ্ঠিত হয়।

ঈদ মেলাকে ভিন্নরূপ দেয়াই ত্রিমাত্রার নতুনত্ব। এরই ধারাবাহিকতায় ঈদ মেলায় যেমন ছিল প্রচুর ক্রেতাদের সমাগম তেমনি ছিল নতুন বুটিক্স এবং দেশীও কাপড়ের সমাহার। প্রবাসে বসে সিডনির নারী উদ্যোক্তাদের তাদের প্রদর্শিত পণ্য প্রবাসী ক্রেতাদের পৌঁছে দিতে, প্রবাসে বসে দেশের স্বাদ গ্রহণ করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন। ত্রিমাত্রার এই ঈদ মেলায় প্রত্যেকটি ফ্যাশান হউস তাদের পোশাকে নতুনত্ব বজায় রাখে।

সবগুলো স্টল সজ্জিত ছিল রকমারি দেশিও পোশাকে। দেশী শাড়ি, সালওয়ার-কামিজ, গহনা, ছেলেদের পাঞ্জাবি, ছোটোদের পোশাক এবং রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে এসেছিলেন বিক্রেতারা। এছাড়া জুয়েলারি এবং মেহেদী, ঈদের হেয়ার কেয়ার, ও রূপসজ্জার বিভিন্ন প্রোডাক্টের ষ্টল ছিল মেলার অন্যতম প্রধান আকর্ষণ।

ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার সভাপতি সিডনি’র ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’-এর কর্ণধার শিরিন আক্তার মুন্নী এবং সাধারণ সম্পাদক সিডনির বিখ্যাত ফ্যাশন হাউস শাহিন’স বুটিক’র শাহীন আকতার স্বর্ণা ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’র মাধ্যমে কমিনিটিতে আরও নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিগত বছর গুলোতে এই মেলার প্রধান আয়োজকেরা ও অন্যান্য সকল বিক্রেতারা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের বেশ প্রশংসা কুড়িয়েছেন বলেও জানান। আয়োজকরা প্রতিবারের মতো এবছরও ঈদ উল আজহায় ৩ দিনব্যাপী ঈদ মেলা আয়োজন করবেন বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

সিডনির ল্যাকেম্বাতে ঈদ মেলা

আপডেট টাইম : 08:33:40 am, Monday, 17 April 2023

প্রবাস ডেস্ক: ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২৫ মার্চ, ১ এপ্রিল, ৮ এপ্রিল ও ১৫ এপ্রিল ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক আয়োজিত বাংলা কম্যুনিটির জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বার ইউনাইটিং চার্চে অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও সকাল ১১টা থেকে রাত ১০টা পযন্ত সিডনির বিখ্যাত ফ্যাশন হাউজ গুলোর অংশগ্রহণে ঈদ মেলা অনুষ্ঠিত হয়।

ঈদ মেলাকে ভিন্নরূপ দেয়াই ত্রিমাত্রার নতুনত্ব। এরই ধারাবাহিকতায় ঈদ মেলায় যেমন ছিল প্রচুর ক্রেতাদের সমাগম তেমনি ছিল নতুন বুটিক্স এবং দেশীও কাপড়ের সমাহার। প্রবাসে বসে সিডনির নারী উদ্যোক্তাদের তাদের প্রদর্শিত পণ্য প্রবাসী ক্রেতাদের পৌঁছে দিতে, প্রবাসে বসে দেশের স্বাদ গ্রহণ করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন। ত্রিমাত্রার এই ঈদ মেলায় প্রত্যেকটি ফ্যাশান হউস তাদের পোশাকে নতুনত্ব বজায় রাখে।

সবগুলো স্টল সজ্জিত ছিল রকমারি দেশিও পোশাকে। দেশী শাড়ি, সালওয়ার-কামিজ, গহনা, ছেলেদের পাঞ্জাবি, ছোটোদের পোশাক এবং রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে এসেছিলেন বিক্রেতারা। এছাড়া জুয়েলারি এবং মেহেদী, ঈদের হেয়ার কেয়ার, ও রূপসজ্জার বিভিন্ন প্রোডাক্টের ষ্টল ছিল মেলার অন্যতম প্রধান আকর্ষণ।

ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার সভাপতি সিডনি’র ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’-এর কর্ণধার শিরিন আক্তার মুন্নী এবং সাধারণ সম্পাদক সিডনির বিখ্যাত ফ্যাশন হাউস শাহিন’স বুটিক’র শাহীন আকতার স্বর্ণা ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’র মাধ্যমে কমিনিটিতে আরও নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিগত বছর গুলোতে এই মেলার প্রধান আয়োজকেরা ও অন্যান্য সকল বিক্রেতারা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের বেশ প্রশংসা কুড়িয়েছেন বলেও জানান। আয়োজকরা প্রতিবারের মতো এবছরও ঈদ উল আজহায় ৩ দিনব্যাপী ঈদ মেলা আয়োজন করবেন বলে জানিয়েছেন।