Dhaka , Sunday, 4 June 2023

পাকিস্তানে বিশাল ভূমিধস : দুইজন নিহত, চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি

  • Robiul Islam
  • আপডেট টাইম : 01:51:34 pm, Tuesday, 18 April 2023
  • 15 বার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। ভূমিধসে ২০টির বেশি গাড়া চাপা পড়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

পাকিস্তানের উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ার তোরখামে এই ঘটনা ঘটে।

উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলওয়াল ফাইজি বলেন, ভোরের আগে তারা ভূমিধসের খবর পান। বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়।

উদ্ধারকারী এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমরা দুইজনের মৃতদেহ বের করেছি। আহত রয়েছে আটজন যাদের মধ্যে চারজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধ্বংস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা রয়েছে।

উদ্ধারকারী দলের এই কর্মকর্তা বলেন, এটা ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত পরিষ্কার করতে পারব। ধ্বংসস্তূপ সরাতে ৬০ জনের বেশি উদ্ধারকারী সদস্য কাজ করছে। ভূমিধসটি পুরো পর্বত ধসে পড়ার মতো বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

পাকিস্তানে বিশাল ভূমিধস : দুইজন নিহত, চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি

আপডেট টাইম : 01:51:34 pm, Tuesday, 18 April 2023

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। ভূমিধসে ২০টির বেশি গাড়া চাপা পড়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

পাকিস্তানের উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ার তোরখামে এই ঘটনা ঘটে।

উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলওয়াল ফাইজি বলেন, ভোরের আগে তারা ভূমিধসের খবর পান। বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়।

উদ্ধারকারী এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমরা দুইজনের মৃতদেহ বের করেছি। আহত রয়েছে আটজন যাদের মধ্যে চারজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধ্বংস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা রয়েছে।

উদ্ধারকারী দলের এই কর্মকর্তা বলেন, এটা ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত পরিষ্কার করতে পারব। ধ্বংসস্তূপ সরাতে ৬০ জনের বেশি উদ্ধারকারী সদস্য কাজ করছে। ভূমিধসটি পুরো পর্বত ধসে পড়ার মতো বলেও মন্তব্য করেন তিনি।