প্রবাস ডেস্ক: ভিত্তোরিয় কাঁচা বাজার কমিটির উদ্যোগে ইতালির রাজধানী রোমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভিত্তোরিও সেন্ট্রাল মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাজী মো. নূরে আলম, সাধারণ সম্পাদক তারেক হোসেনের সার্বিক তত্বাবধানে ও সহ-সভাপতি মনিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় এতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক বিপ্লব, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনসহ অন্যান্যরা।
এসময় মানুষের নৈতিক উন্নয়ন ও দৈহিক শৃঙ্খলা বিধান, পারস্পরিক সম্প্রীতি-সহানুভূতি এবং সামাজিক সাম্য ও উন্নয়নের ক্ষেত্রে রোজার ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ মসজিদের ইমাম। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাতে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করা হয়।