Dhaka , Thursday, 30 November 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:32:37 am, Wednesday, 19 April 2023
  • 33 বার

প্রবাস ডেস্ক: সিডনীতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে এ সংগঠনটি অস্ট্রেলিয়াতে ব্যবসায়ীদের উৎসাহ ও সেবা প্রদান করে আসছে। গত বছরগুলোর ধারাবাহিকতায় ব্যবসায়ীদের এই মিলনমেলায় তাদের পাশাপাশি সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় ছোট্ট সোনামণি সাইয়ান ইয়াছার জামানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর সামা রেইন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। ইসলামিক স্কলার Sheikh Soner Coruklee, ‌‘Business Ethics in Islam’ টপিক নিয়ে বক্তব্যের পর ৩০ মিনিটের জন্য ইফতার ও নামাজের জন্য বিরতি নেওয়া হয়।

নামাজের বিরতির পর এবিবিসি‘র বর্তমান ও নতুন সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল হক সরকার (সাহীন)। সংগঠনের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন সহ-সভাপতি আব্দুল হক, নতুন ওয়েবসাইটের সুবিধাসমূহ ও ব্যবহার বিধি বর্ণনা করেন সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মোহাম্মদ আবু সাহাদাত সরকার (হেলাল) ২০২৩-২৪ সালের অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) -এর ভিশন নিয়ে প্রশংসনীয় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ওয়েন্ডি লিঞ্জে, নবনিযুক্ত উপদেষ্টা তানভীর সাহীদ, কমিউনিটির মুরুব্বী ড. আয়াজ চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল পেট্রোন জন ডাউড এওকেছি। বক্তারা সংগঠনটির অতীতের নানা সময়ের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন লিটন বাউল এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির সহ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার

আপডেট টাইম : 08:32:37 am, Wednesday, 19 April 2023

প্রবাস ডেস্ক: সিডনীতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে এ সংগঠনটি অস্ট্রেলিয়াতে ব্যবসায়ীদের উৎসাহ ও সেবা প্রদান করে আসছে। গত বছরগুলোর ধারাবাহিকতায় ব্যবসায়ীদের এই মিলনমেলায় তাদের পাশাপাশি সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় ছোট্ট সোনামণি সাইয়ান ইয়াছার জামানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর সামা রেইন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। ইসলামিক স্কলার Sheikh Soner Coruklee, ‌‘Business Ethics in Islam’ টপিক নিয়ে বক্তব্যের পর ৩০ মিনিটের জন্য ইফতার ও নামাজের জন্য বিরতি নেওয়া হয়।

নামাজের বিরতির পর এবিবিসি‘র বর্তমান ও নতুন সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল হক সরকার (সাহীন)। সংগঠনের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন সহ-সভাপতি আব্দুল হক, নতুন ওয়েবসাইটের সুবিধাসমূহ ও ব্যবহার বিধি বর্ণনা করেন সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মোহাম্মদ আবু সাহাদাত সরকার (হেলাল) ২০২৩-২৪ সালের অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) -এর ভিশন নিয়ে প্রশংসনীয় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ওয়েন্ডি লিঞ্জে, নবনিযুক্ত উপদেষ্টা তানভীর সাহীদ, কমিউনিটির মুরুব্বী ড. আয়াজ চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল পেট্রোন জন ডাউড এওকেছি। বক্তারা সংগঠনটির অতীতের নানা সময়ের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন লিটন বাউল এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির সহ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন।