Dhaka , Friday, 22 September 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:19:01 am, Wednesday, 19 April 2023
  • 24 বার

মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ায় অবস্থানরত দেশের গণমাধ্যম কর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম এবং হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান।

শুরুতেই সাংবাদিকরা অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত সভায় উপস্থিত সাংবাদিকরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার বিষয় হাইকমিশনারের কাছে তুলে ধরেন। এ সময় হাইকমিশনার তার বক্তব্যে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়া সরকারের দেয়া রিহায়ারিং ২.০ প্রোগ্রামের আওতায় বৈধতা নেওয়ার জন্য যেসব প্রবাসী বাংলাদেশি নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তারা যেন কেউই এই সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিয়ে দূতাবাস কাজ করে যাচ্ছে।

আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির, সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভির মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, নিউজ টোয়েন্টি ফোর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মো. শাহদাত হোসেন, মাই টিভি ও নয়া দিগন্ত মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন ও চ্যানেল ২৪ টিভির মালয়েশিয়া প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম সোহান।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ এক্সপ্রেস বিডি ডট কমের মালয়েশিয়া প্রতিনিধি আমিনুল ইসলাম রতন, এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলি, চাঁদপুর টাইমসের মালয়েশিয়া প্রতিনিধি বশির আহমেদ ফারুক, কলামিস্ট ও কবি আবু সুফিয়ান, সিএনআই মালয়েশিয়া প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, পিএইচডি শিক্ষার্থী জিনাত এ তাবাসুম প্রমুখ।

ইফতার শেষে প্রবাসী হাইকমিশনারের সঙ্গে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে হাইকমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল

আপডেট টাইম : 08:19:01 am, Wednesday, 19 April 2023

মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ায় অবস্থানরত দেশের গণমাধ্যম কর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম এবং হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান।

শুরুতেই সাংবাদিকরা অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত সভায় উপস্থিত সাংবাদিকরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার বিষয় হাইকমিশনারের কাছে তুলে ধরেন। এ সময় হাইকমিশনার তার বক্তব্যে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়া সরকারের দেয়া রিহায়ারিং ২.০ প্রোগ্রামের আওতায় বৈধতা নেওয়ার জন্য যেসব প্রবাসী বাংলাদেশি নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তারা যেন কেউই এই সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিয়ে দূতাবাস কাজ করে যাচ্ছে।

আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির, সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভির মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, নিউজ টোয়েন্টি ফোর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মো. শাহদাত হোসেন, মাই টিভি ও নয়া দিগন্ত মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন ও চ্যানেল ২৪ টিভির মালয়েশিয়া প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম সোহান।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ এক্সপ্রেস বিডি ডট কমের মালয়েশিয়া প্রতিনিধি আমিনুল ইসলাম রতন, এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলি, চাঁদপুর টাইমসের মালয়েশিয়া প্রতিনিধি বশির আহমেদ ফারুক, কলামিস্ট ও কবি আবু সুফিয়ান, সিএনআই মালয়েশিয়া প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, পিএইচডি শিক্ষার্থী জিনাত এ তাবাসুম প্রমুখ।

ইফতার শেষে প্রবাসী হাইকমিশনারের সঙ্গে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে হাইকমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।