প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কমিউনিটি সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জোহানসবার্গে ফোর্ডসবাগে মুসলিম সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহসভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিনের পরিচালনায় প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জোহানসবার্গ সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিহলে এনগুসে। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা মাহবুবুর রহমান। এ সময় প্রবাসীদের নিরাপত্তা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজাউল করিম ফারুক, মোশাররফ হোসেন, মামুনুর রশিদ, নাসির উদ্দিন, মতিন ভূঁইয়াসহ প্রায় চার শতাধিক প্রবাসী।