নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ আজ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে। তবে সৌদির প্রতিবেশী ও উপসাগরীয় অঞ্চলের অন্যতম সদস্য ওমান ঈদ উদযাপন করবে শনিবার।
গতকাল বৃহস্পতিবার রাতে ওমানের ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি।
বিবৃতিতে বলা হয়, ’২৯ রমজান সন্ধ্যায় মূল চাঁদ দেখা কমিটির বৈঠক হয়েছে। ধর্মমন্ত্রী ড. মোহাম্মদ বিন সাঈদ বিন খালফান আল মামারি বৈঠকে সভাপতিত্ব করেছেন। কমিটির সদস্যরা জানিয়েছেন, ঈদের চাঁদ দেখা গেছে-এমন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ তারা পাননি। এ কারণে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে ওমানে।’
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলভুক্ত ছয় দেশ হলো-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। তবে ওমানই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একমাত্র দেশ, যেটি শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সুপারিশ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় সৌদি আরব। সৌদির পর একে একে আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের সরকারও একই ঘোষণা দেয়।