প্রবাস ডেস্ক: ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) রাজধানী রোমসহ ইতালির ৩৬টি স্থানে ঈদ উদযাপন করা হয়েছে।
রোমে বাংলাদেশি ব্যবসায়িক প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও, লারগো প্রেনেসতে, কাসিলিনা ভাঙা দেওয়ালের মাঠ, মারানেল্লার লালন পার্কসহ একাদিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কাসিলিনা ভাঙা দেয়ালের খোলা মাঠে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় পৌনে ৮টায় অনুষ্ঠিত হয়। এভাবে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। একইভাবে লারগো প্রেনেসতে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত ও পরে আরও কয়েকটি জামাতের আয়োজন করা হয়। মারানেল্লার লালন পার্কেও চারটি জামাতের আয়োজন করা হয়। এছাড়া সেন্তেশেল্লে, মনতেভেরদে, আলবানো লাসসিয়ালে, ভেনিসসহ ইতালির বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের জামাতে অংশ নেন।
এদিকে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর অ্যান্ড হেড অব চ্যান্সেরি জসিম উদ্দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সকাল ৭টায় ভিত্তোরিও চত্ত্বরের ঈদগাহে নামাজ আদায় করেন। পরে তিনি প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রদূত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র এ ঈদের দিনে ইতালিতে বসবাসরত প্রতিটি বাংলাদেশির সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করছি। তিনি আশা ব্যক্ত করেন প্রবাসীরা যেন আগামী একটি বছর ভাল থাকেন। একই সঙ্গে তিনি দেশের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
ঈদ প্রসঙ্গে ইতালি আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু বলেন, এত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে যেন এক টুকরো মিনি বাংলাদেশে নামাজ আদায় করলাম। এভাবে ভেদাভেদ ভুলে আমাদের দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরদার লুৎফর রহমান আসিফ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এছাড়া ঈদ প্রসঙ্গে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান ও ইতালি বৃহত্তর কুমিল্লা সমিতির ভেনিস সাধারণ সম্পাদক এসটি শাহাদাৎ সবার সঙ্গে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করেন।