প্রবাস ডেস্ক: পঞ্চমবারের মতো ঈদ ফেস্টিভ্যাল এর আয়োজন করেছে ফ্রান্সের নন্দিত সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)।
প্যারিসের অদূরে লা কর্ণভ পার্কের এর সুবিশাল সবুজ চত্বরটি প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশির পদচারনায় মুখরিত হয়ে ওঠে। এটি ছিল যাবতকালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসীদের বৃহত্তম জমায়েত।
তবে ঈদ যদি সাপ্তাহিক ছুটির দিনে হতো তাহলে আরো অনেক বেশি জনসমাগম হতো বলে জানিয়েছেন বিসিএফ সভাপতি এমডি নুর। ঈদের দিন দুপুর থেকেই ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে প্রবাসীরা পার্কে আসতে শুরু করে।
ঘণ্টাখানেকের মধ্যেই সুবিশাল এ পার্ক চত্বরটি বাংলাদেশিদের দখলে চলে যায় এবং দূর থেকে তাকালে মনে হচ্ছিল এ যেন ফ্রান্সের বুকে এক টুকরো বাংলাদেশ। উপস্থিত অতিথিরা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পুনর্মিলনীকে কেন্দ্র করে স্বদেশে স্বজনদের ছেড়ে দূর দেশে আসা প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাসি বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান , দূতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাসিম, দূতাবাসের দ্বিতীয় সচিব শারহাত শাকিল, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব এম এ কাসেম, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েস, সহ সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, ফ্রান্স বি এন পি এর সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের, কোষাদক্ষ মোঃ সাইফুল ইসলাম, বিএনপি মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পদিকা শামীমা আক্তার রুবি, রাজনীতিবিদ ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, ই পি বি এ ফ্রান্সের সভাপতি ফারুক খান, বিডি বস এর স্বত্বাধিকারী আয়ুব হাসান, কাউন্সিলর কৌশিক রাব্বানী খান, মোজাম্মেল হোসেনসহ আরো অনেকে।