Dhaka , Monday, 5 June 2023

বলিউড তারকাদের ব্যয়বহুল সাইকেল

  • Robiul Islam
  • আপডেট টাইম : 10:39:54 am, Monday, 24 April 2023
  • 15 বার

বিনোদন ডেস্ক: ফিট থাকতে সাধারণ মানুষ যেমন সাইকেলিং করেন, তেমনি বলিউড তারকারাও পিছিয়ে নেই। কিন্তু সময়ের নিয়মে বদলেছে সাইকেলের ধরন। সাইকেলেও যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। স্বাভাবিকভাবে এসব সাইকেল ব্যয়বহুল। বলিউড তারকাদের ব্যয়বহুল সাইকেল নিয়ে এই প্রতিবেদন।

আয়ুষ্মান খুরানা : বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা সাইকেলিং করতে পছন্দ করেন। সাক্ষাৎকারে সাইকেল প্রীতির কথা প্রকাশ করেছেন তিনি। করোনাকালে এ অভিনেতাকে সাইকেলিং করতে দেখা গেছে। ওই সময়ে চণ্ডিগড়ে সাইকেলিং করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শুধু আয়ুষ্মান নন, তার স্ত্রী তাহিরাও সাইকেলিং পছন্দ করেন। করোনা সংকটের সময়ে স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে সাইকেলিং করেছেন। তাহিরা ফায়াফক্স স্নাইপা ডি মডেলের সাইকেল ব্যবহার করেন। যার মূল্য ২০-৩০ হাজার রুপি। আয় আয়ুষ্মান খুরানা স্কোট সাইকেল ব্যবহার করেন। এর মূল্য ৩-৬ লাখ রুপি।

শহিদ কাপুর : রুপালি পর্দায় নানা রূপে হাজির হয়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। বাস্তব জীবনে ফিটনেসের বিষয়ে সচেতন তিনি। মাঝে মধ্যে তাকে ব্যায়াম ও সাইকেলিং করতে দেখা যায়। শহিদ কাপুরকে ইলেকট্রিক সাইকেল চালাতে দেখা গেছে। তার এই সাইকেলের মূল্য আড়াই থেকে ৩ লাখ রুপি।

রণবীর কাপুর : বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাকে প্রায়ই মুম্বাইয়ের রাস্তায় সাইকেলিং করতে দেখা যায়। সাইকেল চালাতে খুব পছন্দ করেন তিনি। মাঝে মধ্যে সাইকেলের ব্র্যান্ড পরিবর্তন করতে দেখা যায় তাকে। তবে লকডাউনের পর ফোল্ডেবল ইলেকট্রিক সাইকেল কিনেছেন। যার মূল্য ১ লাখ ৪৬ হাজার রুপি।

সালমান খান : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ফিটনেস নিয়ে তার সচেতনতার বিষয়টি নতুন করে বলার কিছু নেই। জিমে নিয়মিত ব্যায়াম করেন। মাঝে মধ্যে মুম্বাইয়ের রাস্তায় সালমান খানকে সাইকেলিং করতে দেখা গেছে। সালমানের ‘বিং হিউম্যান’ সাইকেল তৈরি করে। নিজের ব্র্যান্ডের ইলেকট্রিক সাইকেল ব্যবহার করেন তিনি। যার মূল্য ৬০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি।

সারা আলী খান : সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। অভিনয়ে নাম লেখানোর আগে ওজন অনেক বেড়ে গিয়েছিল সারার। সেই ওজন ঝরিয়ে ফিট হয়ে ফিল্মে পা রাখেন তিনি। এখনো নিয়মিত জিম করেন সারা। সাইকেলিং করতেও পছন্দ করেন তিনি। বিদেশে বেড়াতে গিয়ে সাইকেলিং করতে দেখা গেছে তাকে। রাইডার্স ব্র্যান্ডের সাইকেল ব্যবহার করেন তিনি। এর মূল্য ১০-১৫ হাজার রুপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

বলিউড তারকাদের ব্যয়বহুল সাইকেল

আপডেট টাইম : 10:39:54 am, Monday, 24 April 2023

বিনোদন ডেস্ক: ফিট থাকতে সাধারণ মানুষ যেমন সাইকেলিং করেন, তেমনি বলিউড তারকারাও পিছিয়ে নেই। কিন্তু সময়ের নিয়মে বদলেছে সাইকেলের ধরন। সাইকেলেও যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। স্বাভাবিকভাবে এসব সাইকেল ব্যয়বহুল। বলিউড তারকাদের ব্যয়বহুল সাইকেল নিয়ে এই প্রতিবেদন।

আয়ুষ্মান খুরানা : বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা সাইকেলিং করতে পছন্দ করেন। সাক্ষাৎকারে সাইকেল প্রীতির কথা প্রকাশ করেছেন তিনি। করোনাকালে এ অভিনেতাকে সাইকেলিং করতে দেখা গেছে। ওই সময়ে চণ্ডিগড়ে সাইকেলিং করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শুধু আয়ুষ্মান নন, তার স্ত্রী তাহিরাও সাইকেলিং পছন্দ করেন। করোনা সংকটের সময়ে স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে সাইকেলিং করেছেন। তাহিরা ফায়াফক্স স্নাইপা ডি মডেলের সাইকেল ব্যবহার করেন। যার মূল্য ২০-৩০ হাজার রুপি। আয় আয়ুষ্মান খুরানা স্কোট সাইকেল ব্যবহার করেন। এর মূল্য ৩-৬ লাখ রুপি।

শহিদ কাপুর : রুপালি পর্দায় নানা রূপে হাজির হয়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। বাস্তব জীবনে ফিটনেসের বিষয়ে সচেতন তিনি। মাঝে মধ্যে তাকে ব্যায়াম ও সাইকেলিং করতে দেখা যায়। শহিদ কাপুরকে ইলেকট্রিক সাইকেল চালাতে দেখা গেছে। তার এই সাইকেলের মূল্য আড়াই থেকে ৩ লাখ রুপি।

রণবীর কাপুর : বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাকে প্রায়ই মুম্বাইয়ের রাস্তায় সাইকেলিং করতে দেখা যায়। সাইকেল চালাতে খুব পছন্দ করেন তিনি। মাঝে মধ্যে সাইকেলের ব্র্যান্ড পরিবর্তন করতে দেখা যায় তাকে। তবে লকডাউনের পর ফোল্ডেবল ইলেকট্রিক সাইকেল কিনেছেন। যার মূল্য ১ লাখ ৪৬ হাজার রুপি।

সালমান খান : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ফিটনেস নিয়ে তার সচেতনতার বিষয়টি নতুন করে বলার কিছু নেই। জিমে নিয়মিত ব্যায়াম করেন। মাঝে মধ্যে মুম্বাইয়ের রাস্তায় সালমান খানকে সাইকেলিং করতে দেখা গেছে। সালমানের ‘বিং হিউম্যান’ সাইকেল তৈরি করে। নিজের ব্র্যান্ডের ইলেকট্রিক সাইকেল ব্যবহার করেন তিনি। যার মূল্য ৬০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি।

সারা আলী খান : সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। অভিনয়ে নাম লেখানোর আগে ওজন অনেক বেড়ে গিয়েছিল সারার। সেই ওজন ঝরিয়ে ফিট হয়ে ফিল্মে পা রাখেন তিনি। এখনো নিয়মিত জিম করেন সারা। সাইকেলিং করতেও পছন্দ করেন তিনি। বিদেশে বেড়াতে গিয়ে সাইকেলিং করতে দেখা গেছে তাকে। রাইডার্স ব্র্যান্ডের সাইকেল ব্যবহার করেন তিনি। এর মূল্য ১০-১৫ হাজার রুপি।