আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের কাউন্টার টেররিজম (সন্ত্রাস বিরোধী) কার্যালয়ে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য।
সোয়াত উপত্যাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। ভবনটিও ধসে পড়েছে।
খাইবার পাখতুন খাওয়া প্রদেশের এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
তার দাবি, সন্ত্রাসী হামলার কোনো প্রমাণ তাদের হাতে নেই।
আর কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করায় এটা দুর্ঘটনাজনিত বিস্ফোরণ নাকি সন্ত্রাসী হামলা তা পরিষ্কার করে বলা যাচ্ছে না।
কাউন্টার টেররিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহাইল খালিদও দাবি করেছেন, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।