নিউজ ডেস্ক: সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে বাংলাদেশে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা মার্চ মাসের চেয়ে ৩৩ কোটি ৮৯ লাখ ডলার কম। মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২৪ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
এপ্রিল মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৮ কোটি ৩৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
এপ্রিল মাসের সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২৩ লাখ ডলার। এর পরেই অগ্রণী ব্যাংকের অবস্থান। এ ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ, পূবালী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭২ লাখ, ডাচ–বাংলা ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৬৭ লাখ ডলার ও সোনালী ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এপ্রিলে যেসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসেনি সেগুলো হলো—বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।