প্রবাস ডেস্ক: কাতারে উৎসবমুখর পরিবেশে জামালপুর জেলা কল্যাণ সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দোহার স্থানীয় একটি হোটেলে সমিতির সভাপতি হাফেজ মাওলানা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু শামার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, প্রকৌশলী আরিফ উদ্দিন, কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কালচারাল একাডেমীর সভাপতি প্রকৌশলী আক্তার জামান মামুন, মোহাম্মদ নাফিস, আব্দুল হান্নান, বজলুর রহমান বাবু ও জোবাইর হোসেন সেলিমসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, জামালপুর দ্রুত উন্নয়নশীল একটি জেলা। এই এলাকার মানুষ সহজ-সরল। বর্তমান সরকার জামালপুর জেলার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণেও কাজ করে যাবে এই সংগঠনটি।