Dhaka , Friday, 19 April 2024

লন্ডনে ঢাবি অ্যালামনাইদের ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:08:41 am, Friday, 5 May 2023
  • 42 বার

প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের উদ্যোগে বৈশাখী উৎসব ১৪৩০ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে পূর্ব লন্ডনের ভ্যালেন্টাইন্স পার্কে আয়োজিত উৎসবের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা।

উৎসবে প্রধান অতিথি ছিলেন রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জয়ারঞ্জন থাভাথুরা এবং ৬০ এর দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাস ব্যারিস্টার আনিস রহমান ওবিই।

বর্ষবরণ আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্রময় প্রকৃতির রূপ ফুটিয়ে তুলতে চারুকলার সাবেক শিক্ষার্থীরা তৈরি করেন হুতুম প্যাঁচা, রয়েল বেঙ্গল টাইগার ও টিয়া পাখির মুখোশ ও প্ল্যাকার্ড।

বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। একই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্যরা রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক মুহুর্তেও স্মরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় বর্ষবরণের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালনা পরিষদের অন্য সদস্য থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী, ব্যারিস্টার হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, প্রদীপ মজুমদার, রওশন জাহান পলি, ফাতেমা বেগম লিলি, ফাতেহা পলি, তাসলিমা মীরা, শওকত আলী বেনু, অ্যাডভোকেট শাহ আলম সরকার, হারুনুর রশীদ, রেদওয়ান জান্নাত ঈশিতা, রথীন্দ্র গোস্বামীসহ অন্যান্যরা।

নতুন সদস্যদের মধ্যে বক্তব্য দেন সাসেক্স বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. কানামিক কনি খান ও সিরাজুম মুনিরা সিফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জয়া রঞ্জন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন ব্রিটেনের মিশ্র সংস্কৃতির পরিচয়কে প্রতিনিধিত্ব করে। এ উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন তিনি।

চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য শিল্পী মাসুদ মিজান বলেন, চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে মঙ্গল শোভাযাত্রার জন্য যেভাবে মুখোশের ডিজাইন করেছি, ৩০ বছর পর লন্ডনে আবারও এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গৌরব বোধ করছি।

বৈশাখী উৎসবে সঙ্গীত পরিবেশন করেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য সঙ্গীত শিল্পী সারওয়ারী আলম ও আজিজুর রহমান। এছাড়াও নৃত্য শিল্পী মোহাম্মদ দ্বীপের পথ নৃত্য বৈশাখী আয়োজনে অংশ নেওয়া অ্যালামনাইদের মধ্যে আনন্দের সঞ্চার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

লন্ডনে ঢাবি অ্যালামনাইদের ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব

আপডেট টাইম : 08:08:41 am, Friday, 5 May 2023

প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের উদ্যোগে বৈশাখী উৎসব ১৪৩০ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে পূর্ব লন্ডনের ভ্যালেন্টাইন্স পার্কে আয়োজিত উৎসবের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা।

উৎসবে প্রধান অতিথি ছিলেন রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জয়ারঞ্জন থাভাথুরা এবং ৬০ এর দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাস ব্যারিস্টার আনিস রহমান ওবিই।

বর্ষবরণ আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্রময় প্রকৃতির রূপ ফুটিয়ে তুলতে চারুকলার সাবেক শিক্ষার্থীরা তৈরি করেন হুতুম প্যাঁচা, রয়েল বেঙ্গল টাইগার ও টিয়া পাখির মুখোশ ও প্ল্যাকার্ড।

বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। একই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্যরা রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক মুহুর্তেও স্মরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় বর্ষবরণের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালনা পরিষদের অন্য সদস্য থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী, ব্যারিস্টার হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, প্রদীপ মজুমদার, রওশন জাহান পলি, ফাতেমা বেগম লিলি, ফাতেহা পলি, তাসলিমা মীরা, শওকত আলী বেনু, অ্যাডভোকেট শাহ আলম সরকার, হারুনুর রশীদ, রেদওয়ান জান্নাত ঈশিতা, রথীন্দ্র গোস্বামীসহ অন্যান্যরা।

নতুন সদস্যদের মধ্যে বক্তব্য দেন সাসেক্স বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. কানামিক কনি খান ও সিরাজুম মুনিরা সিফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জয়া রঞ্জন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন ব্রিটেনের মিশ্র সংস্কৃতির পরিচয়কে প্রতিনিধিত্ব করে। এ উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন তিনি।

চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য শিল্পী মাসুদ মিজান বলেন, চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে মঙ্গল শোভাযাত্রার জন্য যেভাবে মুখোশের ডিজাইন করেছি, ৩০ বছর পর লন্ডনে আবারও এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গৌরব বোধ করছি।

বৈশাখী উৎসবে সঙ্গীত পরিবেশন করেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য সঙ্গীত শিল্পী সারওয়ারী আলম ও আজিজুর রহমান। এছাড়াও নৃত্য শিল্পী মোহাম্মদ দ্বীপের পথ নৃত্য বৈশাখী আয়োজনে অংশ নেওয়া অ্যালামনাইদের মধ্যে আনন্দের সঞ্চার করে।